শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩,   আশ্বিন ১৪ ১৪৩০,  ১৩ রবিউল আউয়াল ১৪৪৫

Gazipur Kotha | গাজীপুর কথা

সুষ্ঠু নির্বাচনের বিষয়ে যুক্তরাজ্যকে আশ্বস্ত করেছি: সিইসি

প্রকাশিত: ১৫:০২, ২৭ আগস্ট ২০২৩

সুষ্ঠু নির্বাচনের বিষয়ে যুক্তরাজ্যকে আশ্বস্ত করেছি: সিইসি

সংগৃহীত ছবি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, বাংলাদেশে অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় যুক্তরাজ্য। এ বিষয়ে আমরা তাদের আশ্বস্ত করেছি।

রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বৃটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

সিইসি বলেন, যুক্তরাজ্যের রাষ্ট্রদূতের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলাপচারিতার মধ্যে নির্বাচন প্রসঙ্গ উঠে এসেছিল। তিনি জানতে চেয়েছিলেন আমাদের প্রস্তুতি কেমন। আমরা তাকে বিস্তারিত জানিয়েছি।

তিনি আরো বলেন, নির্বাচনে গণমাধ্যমের ভূমিকা ও পর্যবেক্ষকদের বিষয় নিয়ে সাক্ষাতে আলোচনা হয়েছে। বৃটিশ হাইকমিশনারকে বলেছি, আমরা ট্রান্সপারেসিতে খুব জোর দিয়ে থাকবো।

কাজী হাবিবুল আউয়াল বলেন, নির্বাচনে মোটরসাইকেলের অপব্যবহারের বিষয়টি মাথায় রেখে এটা বাদ দিয়ে একটা বিধান করা হয়েছিল। কিন্তু গণমাধ্যমের মোটরসাইকেল ব্যবহারের বিষয়ে দাবি রয়েছে। তাদের দাবির যৌক্তিকতা বিবেচনায় রেখে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞার বিধান পরিবর্তন হতে পারে।