ঢাকা,  মঙ্গলবার  ৩০ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

দেশের নির্বাচন ব্যবস্থা স্বচ্ছ- তথ্যমন্ত্রী

প্রকাশিত: ২২:৫৪, ১০ অক্টোবর ২০২৩

দেশের নির্বাচন ব্যবস্থা স্বচ্ছ- তথ্যমন্ত্রী

সংগৃহীত ছবি

দেশের নির্বাচনী ব্যবস্থা অত্যন্ত স্বচ্ছ ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন এই নির্বাচনী ব্যবস্থার ওপর যাদের আস্থা নেই তাদের দেশ, রাষ্ট্র ও জনগণের ওপর আস্থা নেই। 

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি ও তাদের মিত্ররা যদি নির্বাচন বর্জনও করে, তবুও সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা করে তিনি বলেন, তাঁর সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতে সরকার আন্তরিক এবং সব ধরনের সহযোগিতা করছে। 

পদ্মা সেতুর ওপর রেলপথ উদ্বোধন নিয়ে বিএনপির বিরূপ মন্তব্যের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি নেতারা যেমন লজ্জা ভেঙে শেষ পর্যন্ত পদ্মা সেতুতে উঠেছিল, এবারও তাদের ট্রেনে করে পদ্মা সেতু পার হয়ে ফরিদপুরে যাওয়ার আহ্বান জানাই।

আজ মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক সভায় তিনি এসব কথা বলেন। এ সময় দলের মহানগরীর নেতাকর্মীরা অংশ নেন।