ঢাকা,  বুধবার  ২২ মে ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

ক্যারিয়ার সেরা র‍্যাংকিংয়ে জ্যোতি

প্রকাশিত: ২২:২৪, ৩০ এপ্রিল ২০২৪

ক্যারিয়ার সেরা র‍্যাংকিংয়ে জ্যোতি

ফাইল ছবি

ভারত নারী দলের বিপক্ষে সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতেই হেরেছে বাংলাদেশ। দল হারলেও প্রথম ম্যাচে ব্যাট হাতে সফল ছিলেন নিগার সুলতানা জ্যোতি। সেই ম্যাচে ফিফটির দেখা পেয়েছিলেন তিনি। এমন ইনিংসের প্রভাব পড়েছে তার র‍্যাংকিংয়েও।

মেয়েদের র‍্যাংকিংয়ে সাপ্তাহিক হালনাগাদ আজ মঙ্গলবার প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। নারী টি-টোয়েন্টি ব্যাটারদের র‍্যাংকিংয়ে ৩ ধাপ এগিয়ে ১৩তম স্থানে উঠে এসেছেন জ্যোতি। যা তার ক্যারিয়ার সেরা র‍্যাংকিং। 

বোলারদের তালিকায় রাবেয়া এগিয়েছেন ৮ ধাপ, আছেন আট নম্বরে। এছাড়া পেসার মারুফা আক্তার ১১ ধাপ এগিয়ে ৩২তম স্থানে আছেন।

এদিকে ভারতের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রান তুলেছিল ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেছেন ইয়াস্তিকা ভাটিয়া।

জবাবে খেলতে নেমে ৮ উইকেট হারিয়ে ১০৮ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৪৮ বলে ৫১ রান করেছেন জ্যোতি। তাছাড়া মুর্শিদা করেছেন ১৩ রান।

দ্বিতীয় ম্যাচেও ঘুরে দাঁড়াতে পারেনি টাইগ্রেসরা। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ডিএলএস মেথডে ১৯ রানে হেরেছে বাংলাদেশ।