বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের আম্পায়ারিং নিয়ে সমালোচনার শেষ নেই। সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগেও (ডিপিএল) এর ব্যতিক্রম ছিল না। মাঠে ক্রিকেটারদের সাথে আম্পায়ারদের তর্ক, পরবর্তীতে জরিমানার ঘটনাও ঘটছে সবশেষ আসরে। যে কারণে মানসম্মত আম্পায়ার তৈরীর উদ্যোগের কথা গত এপ্রিলেই জানিয়েছিলেন আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু। তারই প্রেক্ষিতে এবার নতুন আম্পায়ারের খোঁজে বিজ্ঞপ্তি দিলো বিসিবি।