ঢাকা,  বুধবার  ০১ মে ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

আমাদের প্রধান উদ্দেশ্য অবাধ ও সুষ্ঠু নির্বাচন: ইসি রাশেদা

প্রকাশিত: ১৬:৪৫, ৪ অক্টোবর ২০২৩

আমাদের প্রধান উদ্দেশ্য অবাধ ও সুষ্ঠু নির্বাচন: ইসি রাশেদা

সংগৃহীত ছবি

নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানা বলেছেন, সবাইকে এক করা আমাদের কাজ না। এরপরও আমরা সবাইকে নিয়ে বসেছি। আমাদের প্রধান উদ্দেশ্য, অবাধ ও সুষ্ঠু নির্বাচন করা। সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।

বুধবার রাজধানীর নির্বাচন ভবনে ‘অবাধ ভোটাধিকার প্রতিষ্ঠায় প্রার্থী ও পোলিং এজেন্টদের ভূমিকা’ শীর্ষক কর্মশালায় এসব কথা বলেন তিনি।

ইসি রাশেদা বলেন, আমাদের কাজ উৎসমুখর ভোট করা, যেখানে জাল ভোটার থাকবে না। জনগণ যাকে ভোট দেবে সেই নির্বাচিত হবে। সেই লক্ষ্যে আমরা সবাইকে নিয়ে কাজ করছি।

তিনি আরো বলেন, জনগণের জন্য গ্রহণযোগ্য নির্বাচন করতে কাজ করছি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করেছি। প্রধান নির্বাচন কমিশনার দুই দলকে চিঠি দিয়েছেন, এরপরও কোনো কোনো দল আসেনি। দেশে নির্বাচন হতে হবে। এটা সংবিধানের মূল কাজ। আমরা সে অনুযায়ী কাজ করছি।

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে কর্মশালায় সাবেক নির্বাচন কমিশনার, নির্বাচন বিশেষজ্ঞ, গণমাধ্যম কর্মী, রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিসহ বিশিষ্টজনরা অংশ নেন।