ঢাকা,  সোমবার  ০৬ মে ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

নির্বাচনকালীন দায়িত্ব পালনে পুলিশ সক্ষম: আইজিপি

প্রকাশিত: ১৮:১০, ২৭ আগস্ট ২০২৩

নির্বাচনকালীন দায়িত্ব পালনে পুলিশ সক্ষম: আইজিপি

সংগৃহীত ছবি

আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, পুলিশ দীর্ঘদিন ধরে নির্বাচনকালীন দায়িত্ব পালন করে আসছে। নির্বাচনের সময় পুলিশ ইসির অধীনে দায়িত্ব পালন করে। আমাদের যে অভিজ্ঞতা, জনবল ও প্রশিক্ষণ রয়েছে, তাতে আমরা আগামী নির্বাচনেও ইসির দেওয়া দায়িত্ব পালনে সক্ষম হবো।

রোববার বরিশাল জেলা পুলিশ লাইন্সের ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এসব কথা বলেন তিনি।

আইজিপি বলেন, কেউ যদি আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করে, তাহলে আমরা সর্বাত্মকভাবে তাদের প্রতিহত করবো। জনগণের শান্তি বিনষ্টের চেষ্টা করলেই কঠোর ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরো বলেন, হবিগঞ্জে বিএনপি নেতাকর্মীদের হামলায় আহত পুলিশ সদস্যদের চিকিৎসায় প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে। তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পদক্ষেপ নেয়া হচ্ছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাউকে ছাড় দেওয়া হবে না।

পুলিশ প্রধান বলেন, জঙ্গিবাদ সন্ত্রাসবাদ কঠোরভাবে নিয়ন্ত্রণে এনেছি। পাহাড়-পর্বত কিংবা বন-জঙ্গল, যেখানেই তারা মাথাচাড়া দেওয়ার চেষ্টা করেছে, সেখানেই পুলিশ অভিযান চালিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। জঙ্গিবাদ-সন্ত্রাসবাদের বিরুদ্ধে পুলিশ সর্বদা তৎপর।

চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, পুলিশ পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এ কারণে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় দেশের মানুষ পুলিশকে স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করছে।

এ সময় উপস্থিত ছিলেন- বরিশাল রেঞ্জের ডিআইজি মো. জামিল হাসান, বরিশাল মহানগর পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম, জেলা পুলিশ সুপার মো. ওয়াহিদুল ইসলাম প্রমুখ।