ঢাকা,  রোববার  ১৯ মে ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

গাজীপুরে দিনভর অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

প্রকাশিত: ০০:৩৮, ৬ মে ২০২৪

গাজীপুরে দিনভর অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

সংগৃহিত ছবি

গাজীপুরের কালিয়াকৈরে মাটিকাটা বাজার এলাকায় বন বিভাগের জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে বনবিভাগ। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রজত বিশ্বাসের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

রোববার (৫ মে) উপজেলার মাটিকাটা এলাকায় দিনভর এ অভিযান চালানো হয়। অভিযানে ১৪২টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

ঢাকা বন বিভাগের কালিয়াকৈর রেঞ্জ অফিসার মনিরুল করিম বলেন, ‘দীর্ঘদিন ধরে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা বন বিটের আওতাধীন মাটিকাটা বাজার এলাকায় কিছু জবরদখলকারী বন বিভাগের গাছপালা কেটে বনের জমিতে অবৈধ স্থাপনা নির্মাণ করে আসছিল। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে ওই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।’

ঢাকা বন বিভাগের সহকারী বন সংরক্ষক রেজাউল আলম জানান, উচ্ছেদ অভিযানে বন বিভাগের প্রায় এক একর (১০০ শতাংশ) জমি দখল মুক্ত করা হয়েছে; যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২০ লাখ টাকা। উদ্ধার হওয়া জমিতে কাঁটাতারের বেড়া দিয়ে গাছে চারা লাগিয়ে দেওয়া হবে।