ঢাকা,  মঙ্গলবার  ০৭ মে ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

গেইলকে ভয় পান উসাইন বোল্ট!

প্রকাশিত: ১৬:১২, ২৬ এপ্রিল ২০২৪

গেইলকে ভয় পান উসাইন বোল্ট!

ছবি: সংগৃহীত

ট্র্যাক অ্যান্ড ফিল্ডের সর্বকালের অন্যতম সেরা অ্যাথলেট উসাইন বোল্ট। মাত্র ৯.৫৮ সেকেন্ডে ১০০ মিটার শেষ করে বিশ্বরেকর্ড গড়েছিলেন জ্যামাইকার লাইটিং বোল্ট।

এবার দ্রুত গতির এই মানবকে টি-২০ বিশ্বকাপের শুভেচ্ছাদূত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে আইসিসি। সেই ভিডিওতে বোল্টকে একটি চ্যালেঞ্জ জানিয়েছেন ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণের সর্বোচ্চ রানের মালিক ক্রিসে গেইল।

গেইল ও বোল্টের মধ্যে বন্ধুত্বটা বেশ পুরোনো ও মধুর। সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসির কাছে বোল্টকে ১০০ মিটারের প্রতিযোগিতায় আমন্ত্রণ জানানোর গল্প বলেন গেইল।

গেইল বলেন, ‘উসাইন বোল্ট আমাকে একটা দাতব্য (চ্যারিটি) ম্যাচে আউট করেছিল। আমিই তাকে ম্যাচে আমন্ত্রণ জানিয়েছিলাম। সে ভালো একটা বাউন্সার করেছিল। বেশ ভালো একটা বাউন্সার, মিথ্যা বলব না, আমি ছেড়ে দিয়েছিলাম। এরপর মনে হলো, এটা তো সিরিয়াস (গুরুত্বপূর্ণ) ম্যাচ নয়, আমি কী করছি! ফলে তাকে মারতে শুরু করলাম। একটা বা দুটা ছয়ও মেরেছিলাম, সঙ্গে কয়েকটি চার। শেষ পর্যন্ত ইনসাইড-এজে বোল্ড।’

এরপরই বোল্ট বলে উঠেন কথা, ‘এখনো এটা ইউটিউবে আছে, চাইলেও সে তা অস্বীকার করতে পারবে না।’ 

এর উত্তরে ‘দ্য ইউনিভার্স’ বস খ্যাত ক্রিকেটার বলেন, ‘আমি তো তা-ই বললাম, তুমি আউট করেছ আমাকে। আমি এবার ট্র্যাকে (তোমার সঙ্গে) দৌড়াতে চাই। কিন্তু আজ পর্যন্ত আমাকে ১০০ মিটারের ট্র্যাকে সে দেখতে চায় না। এখনো আমাকে ভয় পায়। সহজেই তাকে (হারাতে পারব)। শুনুন, উসাইন শুধু অনেকটুকু ধুলা দেখবে। ইউনিভার্স বস এক নিমেষে উড়ে যাবে।’

গেইলের এমন দাবি শুনে অট্টহাসিতে বোল্ট বলেন, ‘আমরা সবাই জানি, ক্রিস (গেইল) দৌড়াতে পারে না। আমরা দেখেছি, ক্রিস (গেইল) দ্রুত সিঙ্গেল বা এমন রান নেয় না। আমরা তাকে নিয়ে চিন্তিত নই।’