ঢাকা,  শুক্রবার  ২৬ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

পাইকগাছায় ছাত্রদলের ৯ নেতার পদত্যাগ

প্রকাশিত: ১৭:৩৯, ২৭ ফেব্রুয়ারি ২০২২

পাইকগাছায় ছাত্রদলের ৯ নেতার পদত্যাগ

খুলনার পাইকগাছা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি নিয়ে বিভিন্ন ধরনের অভিযোগ উঠেছে। এরই মধ্যে এ কমিটি থেকে ৯ জন সদস্য পদত্যাগ করেছেন।

গতকাল শনিবার পদত্যাগপত্র জমা দেন তারা। এর আগে, ২৩ ফেব্রুয়ারি রাতে খুলনা জেলা ছাত্রদল সভাপতি-সম্পাদকের স্বাক্ষরিত সরোজিৎ ঘোষকে আহ্বায়ক ও সাদ্দাম হোসেনকে সদস্য সচিব করে ২১ সদস্যের এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে মাদক ব্যবসায়ী পরিবারের সদস্য থাকায় অনেকে ক্ষুব্ধ। এ কমিটি থেকে পদত্যাগ করা ব্যক্তিরা হলেন- যুগ্ম আহ্বায়ক মো. শাহিনুর রহমান, হাবিবুর রহমান, মো. ওবাইদুল্লাহ, ইমরান হোসেন, আলমুন হুসাইন লিপু, সোহানুর রহমান, শাহনেওয়াজ, সদস্য আছাবুর রহমান ও আব্দুল মতিন।

পদত্যাগকারীরা বলেন, জেলা সভাপতি আব্দুল মান্নান ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিনের স্বাক্ষর করা কমিটিতে মাদক ব্যবসায়ী পরিবারের সদস্যসহ নানাবিধ কর্মকাণ্ডে জড়িত থাকা ব্যক্তিরা স্থান পাওয়ায় আমরা স্বেচ্ছায় পদত্যাগ করেছি। একইসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করছি। অবিলম্বে এ কমিটি বাতিল করে পরিচ্ছন্ন কমিটি দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।

গাজীপুর কথা