ঢাকা,  মঙ্গলবার  ০৭ মে ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

কাপাসিয়ায় লাল তীর হাইব্রিড ধান গোল্ডেন-১ এর মাঠ দিবস

প্রকাশিত: ১৯:০৫, ২৬ এপ্রিল ২০২৪

কাপাসিয়ায় লাল তীর হাইব্রিড ধান গোল্ডেন-১ এর মাঠ দিবস

সংগৃহিত ছবি

গাজীপুরের কাপাসিয়ায় উচ্চ ফলনশীল জাতের হাইব্রিড ধান গোল্ডেন-১ কর্তন উপলক্ষে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকালে উপজেলার টোক সুলতানপুর গ্রামে লাল তীর সীড লিমিটেডের আয়োজনে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এতে কৃষি বিভাগের কর্মকর্তাসহ শতাধিক কৃষক অংশ গ্রহন করেন।

গাজীপুর লাল তীর বীজ গবেষণা ফার্মের মহাব্যবস্থাপক কৃষিবিদ আব্দুর রশিদের সভাপতিত্বে ও পিডিএস লাল তীর লিমিটেডের ম্যানেজার কৃষিবিদ মোঃ শফিকুল ইসলামের সঞ্চালণায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইরির সিনিয়র সাইন্টিস্ট (ব্রিডিং) কৃষিবিদ ড. মো. রফিকুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাজীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম খান, লাল তীর গবেষনা বিভাগ (ধান) এর মহাব্যবস্থাপক কৃষিবিদ ড. আলমগীর হোসেন, ইরি বাংলাদেশ চিফ অব পার্ট কৃষিবিদ ড. সিরাজুল ইসলাম, এডভানটা সীড বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার কৃষিবিদ ড. আবুল বাশার মো. জিয়াউর রহমান, কৃষিবিদ সঞ্জয় কুমার পাল, কাপাসিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুমন কুমার বসাক প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন ঢাকা লাল তীর লিমিটেডের ডিভিশনাল ম্যানেজার কৃষিবিদ মোঃ খাইরুল আনাম।

এই ধান অন্য হাইব্রিড ধানের তুলনায় কম খরচে ফলন অনেক বেশি পাওয়া যায়। এ ধানে পাতা পোড়া, বøাস্ট সহনশীল, রোগ-বালাই এবং পোকার আক্রমণ কম। ঝড় বাতাসে সহজেই হেলে ও ঝড়ে পড়ে না এবং আগাম কাটা যায়। লাল তীর সীড লিমিটেডের বীজ বিক্রেতা, ডিলার এবং কৃষকের মাধ্যমে জানা যায়, এই মৌসুমে অত্র মাঠের মধ্যে হাইব্রিড গোল্ডেন-১ জাতের ধানের ফলন অনেক ভাল হওয়ায় কৃষকের মাঝে ব্যাপক সাড়া পড়েছে। অনুষ্ঠানের সার্বিক সমন্বয়কারি ছিলেন বাংলাদেশ ইরির সহযোগী বিজ্ঞাণী কৃষিবিদ আব্দুর রহিম।