ঢাকা,  রোববার  ১৯ মে ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

কালিয়াকৈরে বন বিভাগের অভিযানে কয়লা তৈরির ২০ চুলা ধ্বংস

প্রকাশিত: ২২:৪৯, ৬ মে ২০২৪

কালিয়াকৈরে বন বিভাগের অভিযানে কয়লা তৈরির ২০ চুলা ধ্বংস

ফাইল ছবি

গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার গোবিন্দপুর এলাকায় বন বিভাগের অভিযানে অবৈধ কয়লা তৈরির ২০টি চুলা ধ্বংস করা হয়েছে বলে জানা গেছে।

কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, দীর্ঘদিন যাবত উপজেলার গোবিন্দপুর এলাকায় কিছু অসাধু ব্যক্তি অবৈধভাবে সরকারি কাঠ কেটে রাতের আঁধারে চুলায় কাঠ পুড়িয়ে কয়লা বানিয়ে বিভিন্ন জায়গায় বিক্রি করতো। গোপন সংবাদের ভিত্তিতে নিশ্চিত হয়ে জেলা সহকারী বন কর্মকর্তা রেজাউল আলমের নেতৃত্বে সোমবার গোবিন্দপুর অভিযান চালিয়ে অবৈধ ভাবে তৈরি হওয়া চুলা ধ্বংস করা হয়েছে। অবৈধ চুলার মালিকগণ অভিযানের বিষয়টি টের পেয়ে সবাই গা ঢাকা দিয়েছে।