ঢাকা,  সোমবার  ২৭ মে ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে জবিতে ছাত্রলীগের পদযাত্রা

প্রকাশিত: ১৬:১৩, ৬ মে ২০২৪

ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে জবিতে ছাত্রলীগের পদযাত্রা

সংগৃহিত ছবি

নিরীহ ফিলিস্তিনিদের উপর নির্যাতনের বিরুদ্ধে বিশ্বব্যাপী শিক্ষার্থী সমাজ, শিক্ষক ও সচেতন নাগরিকরা যে আন্দোলনের সূচনা করেছে সে আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে পদযাত্রা ও সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

সোমবার (৬ মে) বাংলাদেশ ছাত্রলীগ ঘোষিত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিশ্বব্যাপী চলমান ছাত্র আন্দোলনের প্রতি সংহতির অংশ হিসেবে জবি শাখা ছাত্রলীগ এ পদযাত্রা ও সমাবেশ  করে।

এ সময় নেতাকর্মীরা স্বৈরাচার নিপাত যাক ফিলিস্তিন মুক্তি পাক, ফিলিস্তিন মুক্ত করো গণহত্যা বন্ধ করো স্লোগান দেন।

সংক্ষিপ্ত সমাবেশে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম আক্তার হোসাইন বলেন, দখলদার সন্ত্রাসী ইসরায়েল যেভাবে ফিলিস্তিনের মানুষের উপর গণহত্যা চালাচ্ছে তার প্রতিবাদে সমগ্র বিশ্বের ছাত্রসমাজ যেভাবে একসঙ্গে আন্দোলন করছে, সেই আন্দোলনের প্রতি একাত্মতা প্রকাশ করছি। কেন্দ্রীয় ছাত্রলীগ যেভাবে আমাদের নির্দেশনা দেবে সেভাবেই আমাদের কার্যক্রম পরিচালনা করব।

শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজি বলেন, ছাত্রলীগ আজ ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে একাত্মতা ঘোষণা করেছে। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে নির্যাতিত ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে এ পদযাত্রা ও সমাবেশ করেছি।