ঢাকা,  মঙ্গলবার  ১৮ জুন ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

কানাডার ডেপুটি মিনিস্টার ঢাকায়

প্রকাশিত: ২২:৪৩, ২৬ মে ২০২৪

কানাডার ডেপুটি মিনিস্টার ঢাকায়

সংগৃহিত ছবি

কানাডার ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজির অধীনে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে আলোচনার জন্য ওই দেশের আন্তর্জাতিক ডেপুটি মিনিস্টার ক্রিস্টোফার ম্যাকলেনান দুই দিনের সফরে ঢাকা এসেছেন।

শনিবার (২৫ মে) সন্ধ্যায় বিমানবন্দরে পৌঁছালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা অনুবিভাগের পরিচালক সামিয়া ইসরাত রনি তাকে অভ্যর্থনা জানান।

কানাডা দূতাবাসের এক বিজ্ঞপিতে জানানো হয়, ২০২৬ সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ হবে। এই প্রেক্ষাপটে কানাডার ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজির আওতায় কীভাবে কাজ করা যায় সেটি নিয়ে তিনি সরকার ও বিভিন্ন সংস্থার সঙ্গে আলোচনা করবেন।

এর পাশাপাশি রোহিঙ্গা সমস্যা ও সীমান্ত পরিস্থিতি নিয়েও তিনি আলোচনা করবেন বলে জানা গেছে।