ঢাকা,  মঙ্গলবার  ১৮ জুন ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

বশেমুরকৃবিতে দীর্ঘমেয়াদী গবেষণা পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত: ২০:২৭, ২৬ মে ২০২৪

বশেমুরকৃবিতে দীর্ঘমেয়াদী গবেষণা পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত

সংগৃহিত ছবি

বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতকে সমৃদ্ধ করার নিমিত্তে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরকৃবি) দিনব্যাপী ‘দীর্ঘমেয়াদী গবেষণা পর্যালোচনা কর্মশালা’ রোববার অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে অনুষ্ঠিত রিসার্চ ম্যানেজমেন্ট উইং কতৃর্ক আয়োজিত ও অর্থায়িত এ কর্মশালাটি ২০১৮—২১ সালে সমাপ্ত গবেষণায় প্রকল্পসমূহের ফলাফল উপস্থাপন করা হয়।

কর্মশালার প্রধান অতিথি ছিলেন বশেমুরকৃবি’র ভাইস—চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া। এতে বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ এবং এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালক (গবেষণা) প্রফেসর ড. মোঃ আবিয়ার রহমান।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস—চ্যান্সেলর বলেন, এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হবার পূর্বে ইনস্টিটিউট অব পোস্টগ্র্যাজুয়েট স্টাডিজ ইন এগ্রিকালচার (ইপসা) তৈরি হয়েছিল মূলত গবেষণার উপর ভিত্তি করে যার গুণগত ধারাবাহিকতা এ বিশ্ববিদ্যালয়ের মাঝে বিরাজমান। দীর্ঘমেয়াদী এ গবেষণা প্রকল্পের জন্যই এ পর্যন্ত ৮৭টি গুরুত্বপূর্ণ জাত উদ্ভাবন সম্ভব হয়েছে। প্রশিতযশা এ কৃষিবিদ আরো বলেন, অনুষ্ঠিত এ কর্মশালার মাধ্যমে আরো নতুন নতুন উদ্ভাবনী তথ্য বেরিয়ে আসবে যার সাফল্য নিরূপিত হবে আন্তর্জাতিক পরিমন্ডলে। অন্যদিকে বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ এ দীর্ঘমেয়াদী গবেষণা গ্রহণ করায় ভাইস—চ্যান্সেলরের প্রতি কৃতজ্ঞতা জানান। এ ধরণের দীর্ঘমেয়াদী গবেষণা প্রকল্প গ্রহণ করার প্রতিফলন এ বিশ্ববিদ্যালয়কে বিশ্বর‌্যাঙ্কিং, টাইমস হায়ার এডুকেশন এবং কিউএসসহ সর্বক্ষেত্রে এ বিশ্ববিদ্যালয়ের নাম শাণিত হচ্ছে বলেও ট্রেজারার আলোকপাত করেন। এর আগে প্রায় দুই শতাধিক শিক্ষকের মাঝে স্বাগত বক্তব্যে পরিচালক (গবেষণা) প্রফেসর ড. মোঃ আবিয়ার রহমান দীর্ঘমেয়াদী এ গবেষণা কর্মশালাটির রিভিউ তুলে ধরেন। দিনব্যাপী চলমান এ কর্মশালার তিনটি সেশনে গবেষকগণ তাঁদের ১৮টি গবেষণার সারাংশ উপস্থাপন করেন।