ঢাকা,  সোমবার  ০৬ মে ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত: ১৬:২৬, ২৪ সেপ্টেম্বর ২০২৩

নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

ফাইল ফটো

জাতীয় নির্বাচন অংশগ্রহণমূলক, প্রতিদ্বন্দিতাপূর্ণ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে রাজনৈতিক দলসহ নির্বাচনে ভূমিকা রাখতে পারে এমন অংশীজনদের নিয়ে চট্টগ্রামে অনুষ্ঠিত হলো সচেতনতামূলক কর্মশালা।

শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে নগরীর প্রেসক্লাবের এস রহমান হলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা- দি হাঙ্গার প্রজেক্ট, বাংলাদেশের- ভোটার অ্যাওয়ারনেস এ্যান্ড এ্যাকটিভ সিটিজেন প্রকল্পের আওতায় এটি আয়োজন করা হয়। কর্মশালায়- সুশাসনের জন্য নাগরিক-সুজন চট্টগ্রামের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আখতার কবির চৌধুরীসহ বিশিষ্টজনরা কর্মশালা পরিচালনা ও বক্তব্য রাখেন।

এতে বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরাসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠন, শিক্ষক ও সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার প্রায় ৫০ এর অধিক প্রতিনিধি অংশ নেয়। রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ ও সমঝোতার মাধ্যমে একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনই এ কর্মশালার লক্ষ্য বলে জানায় আয়োজকরা।