ঢাকা,  শুক্রবার  ২৬ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

গাজীপুরে বিএনপি থেকে আওয়ামীলীগে যোগদান করলেন শতাধিক নেতাকর্মী

প্রকাশিত: ১০:২১, ৫ নভেম্বর ২০১৮

আপডেট: ১৮:০০, ৩০ ডিসেম্বর ১৯৯৯

গাজীপুরে বিএনপি থেকে আওয়ামীলীগে যোগদান করলেন শতাধিক নেতাকর্মী

গাজীপুরে বিএনপি থেকে আওয়ামীলীগে যোগদান করলেন শতাধিক নেতাকর্মী

এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ারর্স বাংলাদেশ (এ্যাব) সহ-সভাপতি প্রকৌশলী মমতাজ উদ্দিন ও গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিনের নেতৃত্বে বিএনপি যুবদল ও ছাত্রদলের শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছে। গত ৩ নভেম্বর শনিবার টঙ্গীর নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব  মোঃ জাহিদ আহসান রাসেল।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ এড. মহিউদ্দিন আহমেদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আলহাজ¦ মোঃ শহীদ উল্লা, গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জাহাঙ্গীর আলম, আলহাজ্ব আতাউল্লাহ মন্ডল, আলহাজ্ব  আক্রাম হোসেন সরকার, গাজীপুর সিটি কর্পোরেশন ৩২নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর হাজী মোহাম্মদ আলী, আওয়ামীলীগ নেতা শামীম আল কায়সার, আফজাল হোসেন খান, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ ইসমাইল হোসেন, এম এস মঞ্জুর রনি, ইফতেখার আলম মনির, আব্দুল রশিদ, ফজলুল হক, গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাবেদ আলী, জাতীয় পার্টি নেতা লুৎফর রহমান মন্ডল, আব্দুল মান্নান, আলম হোসেন, মোতালেব হোসেন, গিয়াস উদ্দিন, জসিম উদ্দিন, আলহাজ্ব আব্দুল জব্দুল হোসেন, আলহাজ্ব আলমাছ প্রমুখ।

যোগদান অনুষ্ঠানে গাজীপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাহিদ আহসান রাসেল বলেন, দীর্ঘদিন যাবত আপনারা বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন। আপনারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সু-যোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আওয়ামী লীগে যোগদানের জন্য দীর্ঘদিন যাবত আমাদের নেতাকর্মীর সাথে যোগাযোগ চালিয়ে যাচ্ছেন। তারা আমার সাথে যোগাযোগের পর আপনাদের ব্যাপারে আমি খবর নিয়ে জানতে পারলাম আপনাদের কোন বদনাম নেই। তাই যোগদানের ব্যাপারে আমার কোন আপত্তি নাই। আপনারা আমাদের দলীয় নেতাকর্মীর সাথে ঐক্যবদ্ধ হয়ে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করে নৌকার বিজয় নিশ্চিত করবেন বলে আশাবাদী।

গাজীপুর কথা