ঢাকা,  শুক্রবার  ২৬ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

টঙ্গী বাজারে চালের আড়তে ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা

প্রকাশিত: ২১:০৮, ২ জুন ২০২২

আপডেট: ২১:৩৭, ২ জুন ২০২২

টঙ্গী বাজারে চালের আড়তে ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা

ভোক্তা অধিকারের অভিযান

গাজীপুরের টঙ্গীতে ন্যায্য মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে চাউল বিক্রয়ের অভিযোগে চলমান অভিযানের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে বাণিজ্য মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
 
বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল ৪টা পর্যন্ত গাজীপুরের বৃহত্তম পাইকারি বাজার টঙ্গী বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় বিভিন্ন অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে ২ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। এদের মধ্যে মোল্লা চালের আড়তকে ১লাখ টাকা, মেসার্স রুপসী বাংলা ট্রেডার্সকে ১ লাখ ৫০ হাজার টাকা ও সাদিয়া রাইস এজেন্সিকে ২০ হাজার টাকা জরিমান করা হয়।

এপিবিএন পুলিশের সহায়তায় এ অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলা অফিস প্রধান ও গাজীপুর জেলার সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আব্দুল জব্বার মন্ডল। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা এতে অংশ নেন।