ঢাকা,  বুধবার  ১৫ মে ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

ফিনল্যান্ড আওয়ামী লীগের ঈদ পুনর্মিলনী

প্রকাশিত: ১১:০১, ২৯ এপ্রিল ২০২৪

ফিনল্যান্ড আওয়ামী লীগের ঈদ পুনর্মিলনী

ফাইল ছবি

ফিনল্যান্ড আওয়ামী লীগের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ এপ্রিল) রাজধানী হেলসিংকির একটি রেস্টুরেন্টে উৎসবমুখর পরিবেশে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে আলোচনা সভা হয়। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন।

ঈদ পুনর্মিলনী সভায় ফিনল্যান্ড আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করেছেন। গ্রামীণ অবকাঠামোগত উন্নয়নসহ দেশের সর্বোপরি উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে বিশ্বে প্রশংসিত হয়েছেন।

সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন বলেন, এ ঈদ পুনর্মিলন যেন আমাদের প্রবাসীদের ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি করে। আমরা যেন প্রবাসে থেকেও দেশের জন্য ভালো কিছু করতে পারি, দেশকে আরও ভালোবাসতে পারি।

তিনি দেশের উন্নয়ন অগ্রযাত্রায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

বক্তব্য দেন সহ সভাপতি মোস্তফা আজাদ বাপ্পী, ড. জহরিুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, দপ্তর সম্পাদক সোহেল রানা, মহিলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দা জেসমিন আরা বিথী ও সাধারণ সম্পাদক পারভীন ইসলাম।

এতে আরও উপস্থিত ছিলেন সালমান মাহবুব, মোহাম্মদ হেলাল উদ্দিন, জিয়াউর রহমান, সুমন আহমেদ, বশির আহমেদ, তারিকুজজামান রাসেল, সিরাত আহমেদ, রোমেনা হুমায়ুন, নুসরাত হোসেন, আসিকুর রহমান, হাসান আহমেদসহ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও মহিলা লীগের নেতাকর্মীরা।