ঢাকা,  শুক্রবার  ২৬ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

হুমকির ব্যাপারে পুলিশের কাছে যা বললেন সালমান খান

প্রকাশিত: ১১:০৭, ৮ জুন ২০২২

হুমকির ব্যাপারে পুলিশের কাছে যা বললেন সালমান খান

সালমান খান

বলিউডে এক অজ্ঞাতনাম চিঠি দিয়ে ভাইজানখ্যাত সালমান খান ও তার বাবা সেলিম খানকে হুমকি দিয়েছে। সেখানে লেখা ছিল— সিধু মুসেওয়ালার মতোই পরিণতি অপেক্ষা করছে তোমাদের জন্য। 

রোববার বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান ও তার বাবাকে এমনই এক হুমকি দিয়ে চিঠি দেওয়া হয়েছে। এর পর থেকেই মেগাস্টারের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

কিন্তু কোথায় থেকে এলো ওই বেনামি চিঠি, সেটি উদ্ঘাটনের চেষ্টা চলছে। দীর্ঘদিন ধরে গ্যাংস্টার লরেন্স বিষ্ণইয়ের নিশানায় রয়েছেন সালমান খান। সিধু মুসেওয়ালা হত্যা মামলাতেও উঠে এসেছে বিষ্ণইয়ের যোগসূত্র। এর জের ধরেই চিরুনি অভিযান শুরু করেছে মুম্বাই পুলিশ।

এই মামলায় সালমান খান এবং তার বাবা সেলিম খানের বয়ানও রেকর্ড করেছে মুম্বাই পুলিশ। 

সূত্রের খবর, পুলিশকে দেওয়া বয়ানে কোনোরকম হুমকি ফোন পাওয়ার কথা অস্বীকার করেন সালমান খান। অভিনেতা জানান, কারও সঙ্গে কোনোরকম শত্রুতা বা ঝামেলা নেই তার, এমনকি লরেন্স বিষ্ণই বা গোল্ডি ব্রারকেও চেনেন না তিনি।

সোমবার সালমান ও সেলিম খানের বয়ান রেকর্ড করে পুলিশ। রোববার সালমানের অ্যাপার্টমেন্টের কাছে ওই  চিঠি উদ্ধার করেন অভিনেতার নিরাপত্তারক্ষীরা। সালমানের অ্যাপার্টমেন্ট গ্যালাক্সির চারপাশে পুলিশি প্রহরা বাড়িয়ে দেওয়া হয়েছে। 

মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী দিলীপ ওয়াসলে পাতিল গোটা ঘটনা ও তদন্ত প্রক্রিয়া জানতে চেয়ে আগেই সাক্ষাৎ সেরেছেন যুগ্ম পুলিশ কমিশনার বিশ্বাস নানগর পাতিলের সঙ্গে।

গ্যাংস্টার লরেন্স বিষ্ণইকে এই মামলায় ইতোমধ্যে জেরা করেছে দিল্লি পুলিশ। এ মুহূর্তে তিহার জেলে বন্দি এই কুখ্যাত গ্যাংস্টার। সালমান খানের উদ্দেশে লেখা এই হুমকি চিঠির সঙ্গে তার বা তার গ্যাংয়ের কোনো সদস্যের যোগ নেই, জেরায় জানিয়েছেন লরেন্স। মুম্বাই পুলিশের একটি দল খুব শিগগির দিল্লি গিয়ে জেরা করতে পারে লরেন্স বিষ্ণইকে। এর আগে ২০১৮ সালে প্রকাশ্যে সালমান খানকে প্রাণে মেরে ফেলবার হুমকি দিয়েছিলেন লরেন্স বিষ্ণই। 

সূত্র: হিন্দুস্তান টাইমস