ঢাকা,  বুধবার  ০১ মে ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

ঈদযাত্রায় প্রস্তুত পাটুরিয়া ও আরিচা নৌরুট

প্রকাশিত: ১৬:৩৫, ২৫ জুন ২০২৩

ঈদযাত্রায় প্রস্তুত পাটুরিয়া ও আরিচা নৌরুট

ঈদযাত্রায় প্রস্তুত পাটুরিয়া ও আরিচা নৌরুট

দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানী ঢাকার যোগাযোগের অন্যতম নৌরুট পাটুরিয়া-দৌলতদিয়া ঘাট। পদ্মা সেতু চালু হওয়ার আগে এ নৌরুটের দুই ঘাট মিলে প্রতিদিন গড়ে সাড়ে সাত হাজার যানবাহন পারাপার হতো। ঈদ মৌসুমে এ যানবাহনের পারাপারের হার আরও বেড়ে যেত। তবে পদ্মা সেতু চালু হওয়ার পর এ নৌরুটে যানবাহন পারাপারের হার অর্ধেকে নেমে এসেছে। 

এদিকে আরিচা-কাজিরহাট নৌরুটে পদ্মা সেতু চালু হওয়ার পরও আগের মতোই যানবাহন পারাপারের চাপ রয়েছে। এ নৌরুটে ঈদ মৌসুমে ছোট গাড়ির হার বেড়ে যায়, লঞ্চগুলোতেও থাকে বাড়তি চাপ। এ দুটি নৌরুটে নির্বিঘ্নে ঈদযাত্রা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট প্রশাসন।

আরিচা ঘাটের ব্যবস্থাপক (বিআইডব্লিউটিসি) আবু আব্দুল্লাহ বলেন, আরিচা-কাজিরহাট নৌরুটে স্বাভাবিক সময়ে গড়ে পাঁচশর মতো যানবাহন পারাপার করা হয়। তবে ঈদের সময় দেড় থেকে দুইশ ছোট গাড়ির চাপ বাড়ে। আরিচা-কাজিরহাট নৌরুটে পাঁচটি ফেরি চলাচল করছে।

গোলড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকেন্দ বসু বলেন, ঢাকা আরিচা মহাসড়কে ঢাকাগামী কুরবানির পশু পরিবহনের গাড়িতে কেউ যাতে চাঁদাবাজি করতে না পারে সেজন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মহাসড়কের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে হাইওয়ে পুলিশ যানজট নিরসন ও ঈদযাত্রা নিশ্চিত করতে কাজ করবে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আরিচা নদী বন্দরের উপ পরিচালক এসএম সাজ্জাদুর রহমান বলেন, আসন্ন ঈদযাত্রা নিশ্চিত করতে অস্থায়ী টয়লেট নির্মাণ, মাতৃদুগ্ধ কেন্দ্র স্থাপন, সুপেয় পানি সরবরাহ করাসহ নানা প্রস্তুতি নেওয়া হয়েছে। পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ১৮টি লঞ্চ ও আরিচা-কাজিরহাট নৌরুটে ১৫টি লঞ্চ যাত্রী পারাপারে প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া আরিচা-কাজিরহাট নৌরুটে ৪৪টি স্পিড বোট যাত্রী পারাপার করবে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ডিজিএম শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে আগের মতো যানবাহনের চাপ নেই। ঈদের সময় যানবাহন পারাপারের হার বাড়লেও পর্যাপ্ত ফেরি থাকায় কোনো ভোগান্তি হবে না। পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ৯টি বড় ফেরি, ৬টি ইউটিলিটি ফেরি ও ৩টি ছোট ফেরি রয়েছে। 

পুলিশ সুপার কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার বলেন, ঢাকা-আরিচা মহাসড়কের বাড়বাড়িয়া এলাকা থেকে পাটুরিয়া ও আরিচা ঘাট পর্যন্ত মহাসড়কের বিভিন্নভাবে পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের প্রায় ছয়শ পুলিশ সদস্য কাজ করবে।

জেলা প্রশাসক আব্দুল লতিফ বলেন, ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ করতে সংশ্লিষ্ট সকল কার্যালয়কে নিয়ে প্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে। যাত্রীদের ভোগান্তি লাঘবে সব ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।