ঢাকা,  মঙ্গলবার  ০৭ মে ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

’হা‌মিদ ভাই প‌রিচ‌য়েই কাটা‌তে চাই বা‌কি জীবন’

প্রকাশিত: ২১:৫১, ১৮ জুন ২০২৩

’হা‌মিদ ভাই প‌রিচ‌য়েই কাটা‌তে চাই বা‌কি জীবন’

কি‌শোরগ‌ঞ্জের সা‌র্কিট হাউজে হাত নেড়ে সকলের অভিনন্দন গ্রহণ করেন সদ্য সা‌বেক রাষ্ট্রপ‌তি মো. আবদুল হা‌মিদ।

সদ্য সা‌বেক রাষ্ট্রপ‌তি মো. আবদুল হা‌মিদ ব‌লে‌ছেন, ‘রাষ্ট্রীয় দায়িত্ব পালন কর‌তে গি‌য়ে দীর্ঘ ১০ বছর গণ্ডির ভেতর সীমাবদ্ধ ছিলাম। এখন দুশ্চিন্তা মুক্ত মানুষ। বা‌কি জীবন মানু‌ষের ভা‌লোবাসা নি‌য়ে বাঁচ‌তে চাই। হা‌মিদ ভাই প‌রিচ‌য়েই কাটা‌তে চাই বা‌কি জীবন।’

রাষ্ট্রপ‌তির পদ থে‌কে অবস‌রের পর প্রথমবা‌রের ম‌তো নি‌জের এলাকা কি‌শোরগ‌ঞ্জে সময় সংবাদকে দেয়া এক সাক্ষাতকা‌রে সা‌বেক রাষ্ট্রপ‌তি এসব কথা ব‌লেন।

একজন সফল রাষ্ট্রনায়ক হি‌সে‌বে অবসর নেয়ার পর প্রথম বা‌রের ম‌তো নি‌জের জন্মভূ‌মি‌তে এলেন, দে‌শের সদ‌্য সা‌বেক রাষ্ট্রপ‌তি মো. আবদুল হা‌মিদ। ত‌াই‌ তো তা‌কে এক নজর দেখ‌তে স্টে‌ডিয়া‌মের বাইরে ছি‌ল মানু‌ষের উপ‌চেপড়া ভিড়।

রোববার (১৮ জুন) বিকেল তিনটায় কি‌শোরগ‌ঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টে‌ডিয়া‌মে অবতরণ ক‌রে সা‌বেক রাষ্ট্রপ‌তি আবদুল হা‌মিদ‌কে বহন করা এক‌টি হে‌লিকপ্টার। স্টে‌ডিয়া‌মের বাইরে ত‌খনও হাজা‌রো মানু‌ষের ভিড়।

হে‌লিকপ্টার থে‌কে নামার পর কি‌শোরগঞ্জ-৪ আস‌নের এম‌পি রেজওয়ান আহাম্মদ তৌ‌ফিক, কি‌শোরগঞ্জ-৫ আস‌নের এম‌পি এম আফজাল হো‌সেনসহ জেলা প্রশাস‌নের শীর্ষ কর্মকর্তারা তা‌কে অভিনন্দন জানান।

সেখান থে‌কে এক‌টি কা‌লো গা‌ড়ি‌তে ক‌রে সা‌র্কিট হাউজের উদ্দেশ্যে রওয়ানা ক‌রেন আবদুল হা‌মিদ। এ সময় রাস্তার দুই পা‌শে শত শত মানুষ ফুল ছি‌টি‌য়ে তা‌কে অভিনন্দন জানান। সা‌র্কিট হাউজে যাওয়ার পর তা‌কে গার্ড অব অনার দেয়া হয়।

সফল রাষ্ট্রনায়‌কের আসার খব‌রে সেখা‌নে ভিড় ক‌রে শত শত মানুষ। দীর্ঘ‌দিন পর তা‌কে কা‌ছ থে‌কে দেখ‌তে পে‌য়ে উচ্ছ্বসিত দলীয় নেতাক‌র্মীসহ সাধারণ মানুষ।

সা‌র্কিট হাউজ মিলনায়ত‌নে সরকা‌রি কর্মকর্তাসহ এলাকাবাসীর সঙ্গে মত বি‌নিময় করেন, সা‌বেক রাষ্ট্রপ‌তি মো. আবদুল হা‌মিদ।

দ‌লের বি‌ভিন্ন স্ত‌রের নেতাক‌র্মী ও বি‌ভিন্ন সংগঠ‌নের নেতারা তা‌কে ফুল দি‌য়ে অভিনন্দন জানান। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, পু‌লিশ সুপার মো. রা‌সেল শেখ, জেলা পরিষ‌দের চেয়ারম‌্যান এড‌ভো‌কেট মো. জিল্লুর রহমানসহ অন‌্যরা উপ‌স্থিত ছি‌লেন।

এর আগে সময় সংবাদ‌কে দেয়া এক সাক্ষাতকা‌রে দুশ্চিন্তা মুক্ত জীবনে রাজনী‌তির চারণভূ‌মি কি‌শোরগ‌ঞ্জে আস‌তে পে‌রে ভা‌লো লাগ‌ছে ব‌লে মন্তব‌্য ক‌রেন আবদুল হা‌মিদ। তিনি ব‌লেন, ‘রা‌ষ্ট্রের গুরুত্বপূর্ণ প‌দে থাকার সময় এটিকে কখনই ক্ষমতা ম‌নে হয়‌নি, ম‌নে হ‌য়ে‌ছে দা‌য়িত্ব।’

আবদুল হা‌মিদ ব‌লেন, ‘১০ বছর ৪১ দিন একটা সীমাবদ্ধ গ‌ণ্ডির ভেতর ছিলাম, বে‌রি‌কে‌ডে ছিলাম। তাই ইচ্ছে থাক‌লেও জনগ‌ণের সঙ্গে মিশ‌তে পা‌রি‌নি। এখন তেমন বাধা নেই।’ দে‌শের কল‌্যা‌ণে বা‌কি সময়টা কা‌টি‌য়ে দেয়ার ইচ্ছের কথা উল্লেখ ক‌রেন ব‌র্ষিয়ান এই রাজনী‌তিক।

আগামী দিনে যারা ক্ষমতায় থাব‌বেন সবাই দেশ‌কে ভা‌লোবাস‌বেন। দে‌শের প্রতি সবার দরদ থাক‌বে ব‌লেও মনে ক‌রেন তি‌নি।

সা‌র্কিট হাউজে ঘণ্টাখা‌নেক অবস্থা‌নের পর সেখান থে‌কে মোটরসাইকেল শোভাযাত্রাসহ শহ‌রের খরমপ‌ট্টি এলাকায় যান আবদুল হা‌মিদ। আগামীকাল সোমবার তি‌নি গ্রা‌মের বা‌ড়ি মিঠামইনের কামালপু‌রে যা‌বেন। ঢাকায় ফির‌বেন ২৬ জুন।

গত ২৪ এপ্রিল অবসর নেন দে‌শের ২১ তম রাষ্ট্রপ‌তি মো. আবদুল হা‌মিদ। এর আগে সাত বা‌রের এম‌পি, ডেপু‌টি স্পিকার, স্পিকার, সংস‌দে বি‌রোধী দলীয় উপ‌নেতা ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপ‌তি, অস্থা‌য়ী রাষ্ট্রপ‌তি ও ২০ তম রাষ্ট্রপ‌তি হি‌সে‌বে দা‌য়িত্ব পালন ক‌রেন ভা‌টির শার্দুল হি‌সে‌বে প‌রি‌চিত মো. আবদুল হা‌মিদ।