ঢাকা,  সোমবার  ০৬ মে ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

ফেনীতে বিলোনিয়া স্থলবন্দর উদ্বোধন

প্রকাশিত: ১০:৪৫, ২২ মে ২০২৩

ফেনীতে বিলোনিয়া স্থলবন্দর উদ্বোধন

ফেনীতে বিলোনিয়া স্থলবন্দর উদ্বোধন

নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন,  ‘‌বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল। কোনো ধরনের স্যাংশন দিয়ে বাংলাদেশের উন্নয়ন দমিয়ে রাখা যাবে না।’

গতকাল বিকালে ফেনীর পরশুরামে নবনির্মিত বিলোনিয়া স্থলবন্দর উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নৌ-পরিবহন প্রতিমন্ত্রী আরো বলেন, ‘‌স্থলবন্দর চালু হলে শুধু ব্যবসা বাণিজ্য নয়, দুই দেশের সম্পর্কও উন্নয়ন হবে। দুই দেশের জনগণের মধ্যে ভ্রাতৃত্ব বোধ বাড়বে।

বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী-১ আসনের সংসদ সদস্য শিরীন আখতার, ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান, ফেনী-৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাকিবুল হাসান, ফেনীর পুলিশ সুপার জাকির হাসান, পরশুরাম উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, পরশুরাম পৌরসভার মেয়র নিজাম উদ্দিন চৌধুরী (সাজেল)। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যুগ্ম কমিশনার কাস্টমস এবং প্রকল্প পরিচালক ডিএম আতিকুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন ভারতের ত্রিপুরা রাজ্যের চারটি স্থলবন্দরের দায়িত্বে নিয়োজিত ম্যানেজার দেবাশীষ নন্দি, ফেনী কাস্টমসের ডেপুটি কমিশনার মো. বাবুল ইকবাল।