ঢাকা,  সোমবার  ০৬ মে ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

ঘাস কাটতে গিয়ে পানিতে ডুবে কৃষকের মৃত্যু

প্রকাশিত: ২১:৪২, ১১ সেপ্টেম্বর ২০২৩

ঘাস কাটতে গিয়ে পানিতে ডুবে কৃষকের মৃত্যু

সংগৃহীত ছবি

নেত্রকোণার মদনে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে পানিতে ডুবে জাহাঙ্গীর শাহ (৫০) নামে এক কৃষক মারা গেছেন। সোমবার সন্ধ্যায় উপজেলার হাসনপুর কাল্লাগাও হাওরে গরুর জন্য ঘাস কাটতে তিনি মারা যান। জাহাঙ্গীর উপজেলার ফতেপুর ইউপি হাসনপুর গ্রামের মৃত সঞ্জু শাহ ছেলে।  

জাহাঙ্গীরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করছেন ফতেপুর ইউপি চেয়ারম্যান সামিউল হায়দার সফি। 

জাহাঙ্গীর শাহর ভাতিজা হারু শাহ জানান, জাহাঙ্গীর চাচা এমনিতেই মৃগী রোগী ছিলেন। তিনি প্রতিদিনের ন্যায় কাল্লাগাও হাওরে গরুর জন্য ঘাস কাটতে যান। আমাদের গ্রামের চনু মিয়া ছাই দিয়ে মাছ ধরতে গেলে চাচাকে পানিতে পরে থাকতে দেখে খবর দেন। পরে আমরা তাকে মৃত অবস্থায় উদ্ধার করি। 

মদন থানাার ওসি তাওহীদুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।