ঢাকা,  শনিবার  ২৭ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

নেইমার এখনও চায় বার্সায় ফিরতে : মেসি

প্রকাশিত: ১০:৩৪, ২১ ফেব্রুয়ারি ২০২০

নেইমার এখনও চায় বার্সায় ফিরতে : মেসি

গত দল বদলের মৌসুমে অনেক চেষ্টা করেও পিএসজি থেকে নেইমারকে আনতে পারেনি বার্সেলোনা কর্তৃপক্ষ। পিএসজি মালিকের গোয়ার্তুমিই এর জন্য দায়ী। এর ফলে ক্যারিয়ার নষ্ট হচ্ছে নেইমারের। ব্রাজিল সুপারস্টারের সবচেয়ে কাছের বন্ধু আর্জেন্টিনার ফুটবল জাদুকর লিওনেল মেসি বলেছেন, নেইমার এখনও ক্যাম্প ন্যুতে ফিরতে চান। দলের প্রয়োজনে নেইমারের মত উঁচু মাপের খেলোয়াড়কে ফেরানো উচিতও বলে মনে করেন আর্জেন্টাইন তারকা।

মেসি বলেছেন, 'বার্সেলোনায় ফেরা নিয়ে সে খুব রোমাঞ্চিত। যা কিছু ঘটেছে তার জন্য সে অনুতপ্ত, এটা সবসময় সে বুঝিয়েছে। ফেরার জন্য সে অনেক চেষ্টা করেছিল। সবসময় নেইমার একজন শীর্ষ মানের খেলোয়াড়। সে অন্যদের চেয়ে আলাদা। মাঠে তাকে নিয়ে পূর্ব পরিকল্পনা করে নেমে তা বাস্তবায়ন করাটা অসম্ভব। সে অনেক গোল করে। খেলোয়াড় হিসেবে নেইমার বিশ্বের অন্যতম সেরা। আমি চাই সে ফিরে আসুক।'

বার্সেলোনায় মেসি ও লুইস সুয়ারেসের সঙ্গে দুধর্ষ 'এমএসএন' ত্রয়ী সৃষ্টি করেছিলেন নেইমার। তাই দলে নেইমারের মতো খেলোয়াড়ের প্রয়োজন দেখছেন মেসি, 'যেভাবে সে ক্লাব ছেড়েছিল তাতে সমর্থকদের ক্ষুব্ধ হওয়াটা স্বাভাবিক। আর আমি নিজেও সেই সময়ে এটা নিয়ে ব্যথিত ছিলাম। ক্লাব না ছাড়ার ব্যাপারে আমরা তাকে বোঝানোর চেষ্টা করেছিলাম। কিন্তু শেষ পর্যন্ত আমরা সবাই জিততে চাই। সবাই চাই সেরা খেলোয়াড়রা নিজেদের দলে থাকুক। যেমনটা আমি আগে বলেছি, সে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় এবং আমাদের জন্য অনেক করেছে।'

গাজীপুর কথা