ঢাকা,  শুক্রবার  ২৬ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

জাতিসংঘের বিশ্বখাদ্য কর্মসূচির জাতীয় শুভেচ্ছাদূত হলেন তামিম ইকবাল

প্রকাশিত: ১৩:৪৯, ১ জুন ২০২০

জাতিসংঘের বিশ্বখাদ্য কর্মসূচির জাতীয় শুভেচ্ছাদূত হলেন তামিম ইকবাল

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির জাতীয় শুভেচ্ছাদূত হিসেবে নিযুক্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিশ্ব খাদ্য সংস্থা ব্যাপারটি নিশ্চিত করে।

বিশ্ব খাদ্য কর্মসূচির জাতীয় শুভেচ্ছাদূত হিসেবে নিযুক্ত হওয়ায় তামিম নিজেও উচ্ছ্বাস প্রকাশ করেছেন। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক ভিডিও বার্তার মাধ্যমে এমনটি জানান তিনি।

তামিম বলেন, আজ, আমি বাংলাদেশে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি — World Food Programme –জাতীয় শুভেচ্ছাদূত হিসেবে নিযুক্ত হয়েছি।

ডব্লিউএফপি বাংলাদেশে ১৯৭৪ সাল থেকে কাজ করছে এবং এখনও পর্যন্ত সাড়ে ১৫ কোটি অরক্ষিত ও খাদ্য নিরাপত্তাহীন মানুষকে সহযোগিতা প্রদান করেছে। গতবছর তারা বাংলাদেশে ১৭ লাখ মানুষকে সহায়তা করেছে।

গাজীপুর কথা