ঢাকা,  শুক্রবার  ২৬ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

গাজীপুরে অবৈধ ইটভাটায় অভিযান, ৬৬ লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ১৩:৩৫, ৩১ ডিসেম্বর ২০২০

গাজীপুরে অবৈধ ইটভাটায় অভিযান, ৬৬ লাখ টাকা জরিমানা

গাজীপুর সদর উপজেলা পাইনশাইল এলাকায় অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত। পরিবেশ ছাড়পত্র না থাকায় অভিযানে ১১টি ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া ওই ইটভাটাগুলো থেকে ৬ লাখ করে মোট ৬৬ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজিদ আহমেদের নেতৃত্বে ভাটাগুলো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।
এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ বলেন, ‘অবৈধ ইটভাটার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

অভিযানে গাজীপুর পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক মো. আব্দুস সালাম সরকার, সহকারী পরিচালক মো. মমিন ভূঁইয়া, রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন, পরিদর্শক দিলরুবা আক্তার, র‍্যাব-১, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা সহায়তা করেন।

গাজীপুর কথা