ঢাকা,  শুক্রবার  ২৬ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

কাপাসিয়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১৪:৩২, ১৪ ডিসেম্বর ২০২০

কাপাসিয়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সমন্বয় সভা অনুষ্ঠিত

নারী ও শিশুর সহিংসতা প্রতিরোধে পুরুষ ও ছেলেদের সম্পৃত্তকরণ প্রকল্পে“নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সেবা প্রদানকারী সংস্থার ভুমিকা এবং করণীয়” শীষর্ক সমন্বয় সভা সোমবার সকালে কাপাসিয়া উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

ব্র্যাক কাপাসিয়ার আয়োজনে সভায় সভাপতিত্ব করেন,কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার মোসা. ইসমত আরা, সভায় প্রধান অতিথি হিসাবে উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট আলহাজ্ব আমানত হোসেন খান।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, কাপাসিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান মোসা. রওশন আরা, গাজীপুর জেলা ব্র্যাকের সমন্বয়কারী মো. আবু জাফর, আঞ্চলিক ব্যবস্থাপক মো.গোলজার রহমান, সিনিয়র জেলা ব্যবস্থাপক সিইপি সামসুন্নাহার সেক্টর স্পেসালিস্ট সিইপি দেবাশীষ হালদার, প্রোগ্রাম অর্গানাইজার নারায়ন গোস্বামী, ফিল্ড অর্গানাইজার অলেন চন্দ্র রায়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকতা মোসা. নাসরীন আক্তার, উপজেলা য্বু উন্নয়ন কর্মকর্তা মারজিয়া সরকার ভাওয়াল চাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান প্রমুখ।

এছাড়া সভায় উপজেলার ১১টি ইউনিয়নের চেয়ারম্যান, স্থানীয় সাংবাদিক, বিভিন্ন সেবা প্রদানকারী সংস্থার সদস্য বৃন্দ সমন্বয় সভায় উপস্থিত ছিলেন।

গাজীপুর কথা