ঢাকা,  সোমবার  ১৭ জুন ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

দক্ষিণ কোরিয়াকে উড়িয়ে দিল বাংলাদেশ

প্রকাশিত: ২১:৪২, ২৬ মে ২০২৪

দক্ষিণ কোরিয়াকে উড়িয়ে দিল বাংলাদেশ

ছবি: সংগৃহীত

জাঁকজমক আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠেছে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের। চতুর্থ আসরের প্রথম ম্যাচেই দক্ষিণ কোরিয়াকে বড় ব্যবধানে হারিয়েছে স্বাগতিক বাংলাদেশ।

রোববার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া। যেখানে প্রথম তিন আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশের কাছে কেনো পাত্তাই পায়নি প্রথমবার খেলতে আসা কোরিয়া। ম্যাচটিতে  ৬৭-২২ ব্যবধানে জয় পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।  ম্যাচ সেরা হয়েছেন বাংলাদেশের মিজানুর রহমান।

টুর্নামেন্টে এবার ইউরোপ, আফ্রিকা ও এশিয়া- এই তিন মহাদেশের মোট ১২টি দল পোল্যান্ড, কেনিয়া, উগান্ডা, জাপান, দক্ষিণ কোরিয়া, ইরাক, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, নেপাল, শ্রীলঙ্কা ও বাংলাদেশ অংশ নিচ্ছে। ফাইনাল খেলার মধ্য দিয়ে ৩ জুন এই টুর্নামেন্ট শেষ হবে।

এদিন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি ও ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ চৌধুরী আব্দুল্লাহ আল- মামুন। 

এ সময় উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমান এবং আমন্ত্রিত অতিথিরা।