ঢাকা,  সোমবার  ১৭ জুন ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

মুস্তাফিজের রেকর্ড, সামনে আছেন শুধু দুজন

প্রকাশিত: ২১:৪০, ২৬ মে ২০২৪

মুস্তাফিজের রেকর্ড, সামনে আছেন শুধু দুজন

ছবি: সংগৃহীত

লজ্জা এড়ানোর ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ দল। ম্যাচটিতে বল হাতে ক্যারিয়ার সেরা বোলিং করেছেন মুস্তাফিজুর রহমান। তাতেই গড়েছেন অনন্য রেকর্ড।

প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে মুস্তাফিজের কাটারে লণ্ডভণ্ড হয়েছে যুক্তরাষ্ট্রের ব্যাটিং লাইনআপ। ৪ ওভারে হাত ঘুরিয়ে ১০ রান খরচ করে ৬ উইকেট নিয়েছেন বাঁহাতি এই পেসার।

এর আগে বাংলাদেশের জার্সিতে এত দিন টি-২০তে সেরা বোলিংয়ের রেকর্ড ছিল ইলিয়াস সানির। ২০১২ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৩ রানে  ৫ উইকেট শিকার করেছিলেন এই অফ স্পিনার। 

এবার তাকেও ছাড়িয়ে গেলেন মুস্তাফিজ। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটের ইতিহাসে আইসিসির পূর্ণ সদস্যের দেশগুলোর মধ্যে মুস্তাফিজের এই বোলিং ফিগার তৃতীয় সেরা।

ফিজের সামনে আছে শুধু লঙ্কান রহস্য স্পিনার অজান্তা মেন্ডিস ও ভারতীয় পেসার দীপক চাহার। তাদের দুজনের পরে টি-২০তে আইসিসির পূর্ণ সদস্যের দেশগুলোর মধ্যে তৃতীয় সেরা বোলিং ফিগার এটি। আর সব দেশ মিলিয়ে মুস্তাফিজের এই বোলিং ফিগার রয়েছে সেরা আটে।