ঢাকা,  মঙ্গলবার  ১৮ জুন ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

‘আমার দল কমপক্ষে সেমিফাইনাল খেলুক’

প্রকাশিত: ২১:৩৯, ২৬ মে ২০২৪

‘আমার দল কমপক্ষে সেমিফাইনাল খেলুক’

ছবি: সংগৃহীত

২০০৭ সাল থেকে নিয়মিত টি-২০ বিশ্বকাপে অংশ নিচ্ছে বাংলাদেশ দল। তবে কুড়ি ওভারের বৈশ্বিক টুর্নামেন্টটিতে এখন পর্যন্ত সেভাবে সাফল্যের দেখা পায়নি টিম টাইগার্স। 

ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় বিশ্বকাপেও খুব বড় কিছু আশা করার মতো পরিস্থিতি নেই বাংলাদেশের। কারণ, বিশ্বকাপ শুরুর আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ হেরেছে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। তবু তাওহিদ হৃদয়ের স্বপ্নের পরিধি বেশ চওড়া।

যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে ক্রিকেটারদের নিয়ে বিসিবির বিশেষ ধারাবাহিক ‘দ্য গ্রিন রেড স্টোরিতে’ হৃদয় বলেছেন, ‘এবারের বিশ্বকাপে নিজের নামের পাশে কিছু দেখতে চাই না। আমি চাই দল যেন ভালো করে। আমার জায়গা থেকে অবশ্যই নিজের সেরাটা দিয়ে অবদান রাখার চেষ্টা করব। আমি চাই আমার দল কমপক্ষে সেমিফাইনাল খেলুক।’

এই টপ অর্ডার ব্যাটার বলেন, ‘আইসিসি ইভেন্ট জেতাটা খুব গুরুত্বপূর্ণ। কারণ যখন জিতব, তখন আমাদের সেভাবেই মূল্যায়ন করা হবে। এখন যেমন বড় বড় দলের খেলোয়াড়দের মূল্যায়ন করা হয়…। আমরা যদি দু-একটি ট্রফি জিততে পারি, তাহলে আমাদের মানসিক সন্তুষ্টি, আত্মবিশ্বাস…আমাদের যে নতুন প্রজন্ম আসবে, তাদেরও ঐভাবে সবাই মূল্যায়ন করবে।’

২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের স্মৃতি রোমন্থন করে তাওহীদ বলেন, ‘চোখ খুলে এখনো অনুভব করি যে, কী হয়েছিল সেই বিশ্বকাপে (অনূর্ধ্ব-১৯)। এখন আমাদের সময় এসেছে জাতীয় দলের হয়ে এশিয়া কাপ, বিশ্বকাপের মতো জায়গায় গিয়ে ভালো করা, ট্রফি নেওয়া। ভালো করা না শুধু, ট্রফি জিততে চাই। শুধু আমি না, আমরা সবাই চাই। আমরা যদি আমাদের দিক থেকে ভালো করতে পারি, তাহলে বেশি দেরি নেই (ট্রফি জেতার)।’