ঢাকা,  শনিবার  ২৭ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

ক্রিকেট বোর্ডকে মুশফিকের স্ত্রীর ‘খোঁচা’

প্রকাশিত: ১৪:৫৯, ১৮ মে ২০২২

ক্রিকেট বোর্ডকে মুশফিকের স্ত্রীর ‘খোঁচা’

শ্রীলকংকার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে সেঞ্চুরি করার মধ্য দিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন মুশফিক।
মুশফিকুর রহিমের এমন দারুণ পারফরম্যান্সের পর তার স্ত্রী জান্নাতুল মন্ডি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)কে খোঁচা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন।
বৃহস্পতিবার মুশফিকের সেঞ্চুরি উদযাপনের কিছু পরেই সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে দুটি ছবি পোস্ট করেন মুশফিকের স্ত্রী। সেঞ্চুরির উদযাপন আর ৫০০০ রানের মাইলফলক ছোঁয়ার ছবি দুটোর ক্যাপশনে মন্ডি লেখেন, ‘আমরা হাসিমুখেই বিদায় নেবো ইনশাআল্লাহ।’
তিনি আরও লেখেন, ‘তবে আপনাদের রিপ্লেসমেন্ট আছে তো? সেদিকেও একটু নজর দিলে বাংলাদেশের ক্রিকেটের উন্নয়ন হতো!’
গত ৮মে এক সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, রিয়াদ টেস্ট থেকে সরে এসেছে। তামিম টি-টোয়েন্টি খেলছে না। মুশফিক এখনও খেলছে, আমি নিশ্চিত ওর সিদ্ধান্তও জানা যাবে। ও নিশ্চয়ই চিন্তাভাবনা করছে। আমরা চাই না আমাদের খেলোয়াড়রা মন খারাপ করুক। তারা হাসিমুখে খেলুক। নিজেরা সিদ্ধান্ত নিক। যত তাড়াতাড়ি তারা নিজেদের সিদ্ধান্ত নিতে পারবে তত ভালো। যদি সিদ্ধান্ত না নেয় তো একটা সময় আমাদেরকেই সিদ্ধান্ত নিতে হবে।’
বিসিবি সভাপতির সেই কথার জবাবে খোঁচা দিয়ে মুশফিকের স্ত্রী আজকের পোস্ট দিয়েছেন বলে মনে করা হচ্ছে।

গাজীপুর কথা