ঢাকা,  শনিবার  ২৭ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

পিকনিকের ট্রলারে বজ্রপাত, ভয়ে নদীতে লাফ দিয়ে যুবক নিখোঁজ

প্রকাশিত: ২৩:৩৬, ৪ আগস্ট ২০২২

পিকনিকের ট্রলারে বজ্রপাত, ভয়ে নদীতে লাফ দিয়ে যুবক নিখোঁজ

বজ্রপাত

গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীতে পিকনিকের ট্রলারে বজ্রপাতের ঘটনা ঘটেছে। এতে ভয়ে রুপাই হোসেন (২১) নামের এক যুবক নদীতে লাফ দিয়ে নিখোঁজ হয়েছেন।

বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরে উপজেলার জামালপুর ইউনিয়নের সাওরাইদ এলাকায় এ ঘটনা ঘটে। রুপাই কালীগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের বাঘেরপাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে। পেশায় তিনি একজন মাহেন্দ্র চালক।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার মো. শামীম ভূঁইয়া বলেন, ‘দুপুরে এ ঘটনার পর নিখোঁজ যুবকের সন্ধানে টঙ্গী থেকে ৬ সদস্যের একটি ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করে। তবে বিকেল পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।’

কালীগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আজাদ পারভেজ বলেন, ‘কালীগঞ্জ পৌর এলাকার বাঘেরপাড়া গ্রাম থেকে একটি পিকনিকের ট্রলার শ্রীপুরের বরমির দিকে যাচ্ছিল। দুপুরে হঠাৎ বজ্রপাত পড়লে ট্রলারে থাকা সবাই ভয় পেয়ে যায়। এ সময় ট্রলারের পেছনে বসা রুপাই নদীতে লাফ দিয়ে নিখোঁজ হন।’