ঢাকা,  মঙ্গলবার  ১৮ জুন ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল

প্রকাশিত: ২১:৩৬, ২৬ মে ২০২৪

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল

ছবি: সংগৃহীত

ঘূর্ণিঝড় ‘রেমাল’ মোকাবিলায় সারাদেশের সব মন্ত্রণালয়, বিভাগ এবং অধীন দফতর-সংস্থার কর্মকর্তা ও কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে।

সচিবালয়ে রোববার ঘূর্ণিঝড় মোকাবিলায় আন্তঃমন্ত্রণালয় সভা শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান এ তথ্য জানান।

ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, ৮ লাখের বেশি মানুষ এরই মধ্যে আশ্রয় কেন্দ্রে এসেছেন। বাকিদের আসার জন্য আহ্বান জানানো হচ্ছে। উপকূলীয় অঞ্চলে আপাতত স্কুল খোলা থাকবে, তবে ক্লাস বন্ধ থাকবে। 

এছাড়া আজ সন্ধ্যা থেকে সোমবার সকাল পর্যন্ত বঙ্গবন্ধু টানেলও বন্ধ রাখার ঘোষণা দেন মো. মহিববুর রহমান।