ঢাকা,  শুক্রবার  ২৬ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

সাত কলেজের প্রথম বর্ষের পরীক্ষা শুরু যেদিন, যেখানে কেন্দ্র

প্রকাশিত: ২১:২৮, ৪ ডিসেম্বর ২০২২

সাত কলেজের প্রথম বর্ষের পরীক্ষা শুরু যেদিন, যেখানে কেন্দ্র

সাত কলেজের প্রথম বর্ষের পরীক্ষা শুরু যেদিন, যেখানে কেন্দ্র

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের ২০২১ সনের স্নাতক প্রথম বর্ষের নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষা শুরু হবে আগামী ২২ ডিসেম্বর। 

রোববার (৪ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহলুল হক চৌধুরীর সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত (ঢাবি) সরকারি সাত কলেজের নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীদের অনার্স প্রথম বর্ষ সম্মান পরীক্ষা ২২ ডিসেম্বর থেকে শুরু হবে। ঐ দিন স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস বিষয়ের পরীক্ষার মাধ্যমে শুরু হবে সাত কলেজের ২০২১ সনের পরীক্ষা।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ঢাকা কলেজের শিক্ষার্থীদের কেন্দ্র ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজের কেন্দ্র সরকারি বাংলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের কেন্দ্র ইডেন মহিলা কলেজ, ইডেন মহিলা কলেজের কেন্দ্র ঢাকা কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ। কবি নজরুল সরকারি কলেজের কেন্দ্র সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারি বাংলা কলেজের কেন্দ্র সরকারি তিতুমীর কলেজ।