ঢাকা,  সোমবার  ০৬ মে ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

জানাজায় অংশ নিয়ে মোবাইল চুরি করাই ছিল তাদের কাজ

প্রকাশিত: ২১:১৬, ৯ আগস্ট ২০২৩

জানাজায় অংশ নিয়ে মোবাইল চুরি করাই ছিল তাদের কাজ

ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন স্থানে মানুষের জানাজায় অংশ নিয়ে মোবাইল চুরি করাই তাদের কাজ। এমন চোরচক্রের এক সক্রিয় সদস্যকে আটক করেছে পুলিশ।

বুধবার (৯ আগস্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন মাদারীপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার আনিসুর রহমান। বিকেলে মামলার পর গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠায় পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তির নাম সুমন মোল্লা (৩০)। তিনি মাদারীপুর সদর উপজেলার ঘটকচর ইউনিয়নের মোতালেব মোল্লার ছেলে।

এ চক্রের বাকি তিন সদস্যকে খুঁজছে পুলিশ। তারা হলেন শরীয়তপুরের নড়িয়া উপজেলার রাজনপাড়া এলাকার শামসুল হকের ছেলে শাহজাহান হক (৪০), ঢাকার কদমতলী এলাকার জসিম (৪০) ও পল্লবীর আনিচ (৩৬)।

পুলিশ জানায়, শিবচরের বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন খানের (৮২) জানাজায় মঙ্গলবার (৮ আগস্ট) হাজারো মানুষ অংশ নেয়। প্রচণ্ড ভিড়ে চুরি হয়ে যায় অসংখ্য মোবাইল ফোন। কারও কারও মানিব্যাগসহ টাকা চুরি হয়। এসময় আবদুল্লাহ মুহাম্মদ হাসান নামের একজনের পকেট থেকে মোবাইল চুরি করতে গেলে হাতেনাতে ধরা পড়েন সুমন মোল্লা।

তাৎক্ষণিকভাবে তাকে পুলিশে দেন স্থানীয়রা। পরে সুমনের দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। এসময় চুরি হওয়া সাতটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, চোর চক্রটি দীর্ঘদিন ধরে ঢাকার কবরস্থান, ময়মনসিংহ, বরিশাল, খুলনাসহ দেশের বিভিন্ন স্থানে মুসল্লির ছদ্মবেশে জানাজায় অংশ নিয়ে মোবাইল চুরি করে আসছে। চক্রের বাকি তিনজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।