ঢাকা,  বৃহস্পতিবার  ০৯ মে ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

টাঙ্গাইলে ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৪

প্রকাশিত: ১৩:১৮, ২৭ জুলাই ২০২৩

টাঙ্গাইলে ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৪

ফাইল ছবি

টাঙ্গাইলে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আলমগীর মিয়া (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হ‌য়ে‌ছে। বৃহস্পতিবার (২৭ জুলাই) সকাল ৭টার দিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে বুধবার (২৬ জুলাই) বিকেল ৩টার দিকে জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন আলমগীর। পরে পরীক্ষা-নিরীক্ষার পর আলমগীর ডেঙ্গু পজিটিভ বলে শনাক্ত হয়।

আলমগীর মিয়া জেলার দেলদুয়ার উপ‌জেলার হিঙ্গানগর গ্রামের আলাউদ্দিন।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক খন্দকার সাদেকুর রহমান জানান, আলমগীর মিয়া গতকাল বুধবার বিকেল ৩টার দিকে হাসপাতালে জ্বর নিয়ে ভর্তি হন। আজ সকাল ৭টার দিকে তার মৃত্যু হয়। প্রতিদিনই ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ‌্যা বাড়‌ছে।

জেলার সি‌ভিল সার্জন কার্যালয় সূ‌ত্রে জানা গে‌ছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। চলতি বছরের জানুয়ারি মাস থেকে আজ পর্যন্ত টাঙ্গাইলে ডেঙ্গু জ্বরে আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩০২ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২৩৮ জন। আর বিভিন্ন হাসপাতাল চিকিৎসাধীন রয়েছেন ৬৪ জন।