ঢাকা,  রোববার  ০৫ মে ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচন কমিশনের অধীনে

প্রকাশিত: ২৩:১৩, ২৬ জুলাই ২০২৩

জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচন কমিশনের অধীনে

সংগৃহিত ছবি

জাতীয় সংসদের হুইপ ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন সংবিধানের উদ্ধৃতি দিয়ে বলেছেন, জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচন কমিশনের অধীনে, সরকারের অধীনে নয়। 

বুধবার জয়পুরহাট জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সাবেক সংসদ সদস্য প্রয়াত আওয়ামী লীগনেতা আব্বাছ আলী মণ্ডলের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে জয়পুরহাট জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, সংবিধান মোতাবেক নির্বাচনকালীন সরকারের কোনো এখতিয়ার নেই নির্বাচন বিষয়ে কোনো কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার। এমনকি তফসিল ঘোষণার পর ১ লাখ টাকার টেন্ডার আহ্বানের ক্ষমতাও সরকারের হাতে থাকবে না। সরকার কেবলমাত্র রুটিন কাজ কর্মের মধ্যে সীমাবদ্ধ থাকবে। 

জেলা আওয়ামী লীগ সভাপতি আরিফুর রহমান রকেটের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সাবেক হুইপ, আইন, বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, আওয়ামী লীগ নেতা মোল্লা শামসুল আলম, অ্যাডভোকেট মমিন আহমেদ চৌধুরী, এস এম সোলায়মান আলী, অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল, বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, হাফিজার রহমান, সুমন কুমার সাহা, এবিএম মাসুদ রেজা, মিলন দেওয়ান, জাকারিয়া হোসেন রাজা প্রমুখ। 

এর আগে হুইপ আক্কেলপুর উপজেলায় ৫টি গ্রামীণ সড়ক পাকাকরণের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ৪টি গ্রামে দোয়া মাহফিল ও জন-আকাঙ্ক্ষা বিষয়ক মত বিনিময় সভায় বক্তব্য রাখেন।