ঢাকা,  সোমবার  ২৯ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

বকশীগঞ্জে হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

প্রকাশিত: ১১:৫২, ১৩ জুন ২০২৩

বকশীগঞ্জে হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

সংগৃহিত ছবি

জামালপুরের বকশীগঞ্জের বগারচর ইউনিয়নের চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান প্রামানিক মাসুমকে জেলহাজতে প্রেরণ করেছেন আদালত। উপজেলার বগারচর ইউনিয়নের আলীর পাড়া গ্রামের আবুল কাসেম দুলাল হত্যা মামলায় তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

সোমবার মামলার ১৫ নম্বর আসামি বগারচর ইউপি চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান প্রামানিক মাসুম জামালপুরের আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ নির্দেশ দেন।

গত ২৭ এপ্রিল ছাগল নিয়ে সংর্ঘষে টেঁটাবিদ্ধ হয়ে বগারচর ইউনিয়নের আলীরপাড়া গ্রামে আবুল হাসেম (দুলাল) নিহত হন। ২৮ এপ্রিল নিহতের ভাই রেজাউল করিম বাদী হয়ে বকশীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় বগারচর ইউনিয়নের চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান প্রামানিককে ১৫ নম্বর আসামি করা হয়।

আসামি পক্ষের আইনজীবী আইনজীবী বাকী বিল্লাহ জানান, আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে উচ্চ আদালতের দেওয়া জামিনের মেয়াদ শেষ হওয়ায় আসামি জামালপুরের সংশ্লিষ্ট আদালতে হাজিরা দিয়ে জামিনের আবেদন করেন। আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। পরবর্তীতে জামিনের জন্য আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।