ঢাকা,  মঙ্গলবার  ০৭ মে ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

সুনামগঞ্জে দেশের ১৪তম বর্ডার হাট চালু

প্রকাশিত: ২২:৩৫, ২৪ মে ২০২৩

সুনামগঞ্জে দেশের ১৪তম বর্ডার হাট চালু

সংগৃহিত ছবি

সুনামগঞ্জের তাহিরপুরে দেশের ১৪তম বর্ডার হাটের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৪ মে) তাহিরপুর সীমান্তে দুই দেশের সীমান্তবর্তী মানুষের মিলনমেলায় হাটের উদ্বোধন করা হয়। সকাল থেকে শত শত মানুষ ভিড় করেন উপজেলার সহেদাবাদ ও নালিকটা বর্ডার হাটে। 

উদ্বোধনী আলোচনা সভা শেষে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শামিমা আক্তার খানম, ভারতের এমএলএ পিউস মানউইন, সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার নিরাজ কুমার জয়সওয়াল বেলুন ও পায়রা উড়িয়ে হাটের কেনাবেচার উদ্বোধন করেন। এ সময় নানা শ্রেণিপেশার মানুষের উপস্থিতিতে উৎসবমুখর হয়ে ওঠে ভারত-বাংলাদেশ সীমান্ত।

সুনামগঞ্জ জেলা শহর থেকে ২৬ কিলোমিটার এবং ভারতের মেঘালয় রাজ্যের শিলং শহর থেকে ১৪০ কিলোমিটার দূরের প্রত্যন্ত এলাকা সহেদাবাদ ও নালিকটা সীমান্ত। এখানে ভালো কোনো হাট নেই। উৎপাদিত পণ্য বাজারে বিক্রি করা যেমন কষ্টসাধ্য, তেমনি প্রয়োজনীয় পণ্য কিনতেও যেতে হয় বহুদূর। অপেক্ষাকৃত অবহেলিত দুই দেশের এই জনপদের মানুষকে ক্রয়-বিক্রয়ের সুবিধা দেওয়ার জন্য যৌথ উদ্যোগে গড়ে ওঠেছে দেশের ১৪তম বর্ডার হাট। এপারের ১২ দোকানি এবং ওপারের ১২ দোকানি নিজ নিজ পণ্য নিয়ে সপ্তাহের প্রতি বুধবার এই হাটে আসতে পারবেন। এর আগে ২০১২ সালে সুনামগঞ্জ সদরে ও ২০২২ সালের ১২ মে দোয়ারাবাজার সীমান্তে চালু হয় ভারত-বাংলাদেশ বর্ডার হাট। শুল্ক ছাড়া বাংলাদেশে উৎপাদিত পণ্য বিক্রয় এবং ভারতীয় পণ্য কম মূল্যে ক্রয় করতে পারায় খুশি সুনামগঞ্জের ক্রেতা-বিক্রেতারা।

তাহিরপুর উপজেলার আব্দুল হান্নান বলেন, এই বর্ডার হাটের মাধ্যমে তাহিরপুরের মানুষ বেশি উপকৃত হবে। কম মূল্যে ভারতীয় ভালো পণ্য কিনতে পারবে এবং নিজেদের পণ্য ভারতের মানুষের কাছে বিক্রি করতে পারবে। 

হাটে ঘুরতে আসা মাইনুদ্দিন বলেন, হাটের উদ্বোধন উপলক্ষ্যে ঘুরতে আসলাম। এসে দেখি অনেক মানুষ। হাটে কসমেটিক, ফলমূলসহ নানা পণ্য উঠেছে। মানুষ ক্রয়-বিক্রয় করছে। দেখে ভালো লাগছে।

বাধাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন বলেন, শুল্ক ছাড়া ভারতীয় পণ্য কম মূল্যে আমরা কিনতে পারবো। আমাদের উৎপাদিত কৃষি পণ্যসহ বিভিন্ন পণ্য বিক্রি করতে পারবো। এতে করে তাহিরপুরে একটি অভাবনীয় পরিবর্তন আসবে।

জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেন, দুই দেশের ৫ কিলোমিটার এলাকার ভেতরে থাকা মানুষ এই হাটে ব্যবসা করার সুযোগ পাবেন। এতে ওই স্থানের অনগ্রসর মানুষ লাভবান হবেন। দুই পাড়ের আত্মীয়-স্বজনের মধ্যে দেখা সাক্ষাৎ হবে কোনো ভিসা-পাসপোর্ট ছাড়াই।

সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার নিরাজ কুমার জয়সওয়াল বলেন, সবকটি বর্ডার হাটে সফলতা মিলেছে। এই হাটগুলোয় সীমান্তের প্রত্যন্ত এলাকার মানুষ তাদের পণ্য ক্রয়-বিক্রয় করতে পারবেন। এতে দুই দেশের মানুষ উপকৃত হবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট,  সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক মাবুবুর রহমান, পুলিশ সুপার এহসান শাহ্ , অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ বিন রশিদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, তাহিরপুর উপজেলা চেয়ারম্যান করুনা সিন্ধু বাবুলসহ দুই দেশের প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।