ঢাকা,  মঙ্গলবার  ০৭ মে ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

সুনামগঞ্জে শিলাবৃষ্টি, বোরো ফসলের ক্ষতি

প্রকাশিত: ১২:৩৭, ২৭ মার্চ ২০২৩

সুনামগঞ্জে শিলাবৃষ্টি, বোরো ফসলের ক্ষতি

সুনামগঞ্জে শিলাবৃষ্টি, বোরো ফসলের ক্ষতি

সুনামগঞ্জের শান্তিগঞ্জ ও দিরাইসহ বিভিন্ন উপজেলায় শিলাবৃষ্টি হয়েছে। এতে ঘরবাড়ি ও বোরো ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। কৃষকদের দাবি, শিলাবৃষ্টির আঘাতে হাওরের আগাম জাতের ব্রি—২৮ ও অন্যান্য জাতের ধানগাছের ব্যাপক ক্ষতি হয়েছে।

স্থানীয়রা জানান, রোববার (২৬ মার্চ) রাত ১০টার দিকে ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টি শুরু হয়। আধা ঘণ্টাব্যাপী চলতে থাকা বৃষ্টিতে বেশ কয়েক মিনিট ছোটো ও মাঝারি আকারে শিলাবৃষ্টি হয়। এতে অনেক টিনের ঘর—বাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

রফিক মিয়া নামের কৃষক জানান, শিলাবৃষ্টির আঘাতে হাওরের আগাম জাতের বি—২৮ ও অন্যান্য জাতের ধানগাছের ব্যাপক ক্ষতি হয়েছে। আবহাওয়া ভালো হলেও ওই ক্ষতি আর পুষিয়ে ওঠা সম্ভব নয়।

সুনামগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অফিসার বিমল চন্দ্র সোম জানান, রোববার রাতে শিলাবৃষ্টি হয়েছে। তবে শিলাবৃষ্টিতে ফসলের ক্ষয়ক্ষতির বিষয়ে তিনি অবগত নন। আজ (সোমবার) তিনি সরেজমিনে পরিদর্শনে যাবেন। এরপর বিস্তারিত বলা যাবে।