ঢাকা,  সোমবার  ০৬ মে ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

সেতুবন্ধনের অপেক্ষায় দুই জনপদের মানুষ

প্রকাশিত: ১২:২২, ২৩ মার্চ ২০২৩

সেতুবন্ধনের অপেক্ষায় দুই জনপদের মানুষ

ছবি: সংগৃহীত

নেত্রকোণা জেলার দুই উপজেলা কেন্দুয়া ও মদনকে পৃথক করে রেখেছে কৈজানি নদী। এখানে একটি সেতু নির্মাণ করলে বদলে যাবে দুই জনপদের জীবন যাত্রার মান-বেঁচে যাবে হাজারো কর্মঘণ্টা। 

খড়স্রোতা কৈজানি নদীর ফেরিঘাট দিয়ে প্রতিনিয়ত শত শত মানুষের চলাচল। শিক্ষার্থী,শ্রমজীবী, কৃষকসহ হাজারো সাধারণ মানুষ দৈনন্দিন কাজে নদীর এপার ওপার যাতায়াতে বছরের পর বছর ধরে চরম দুর্ভোগের শিকার হচ্ছে।

সারা দেশে উন্নয়নের অংশ হিসেবে নদীটির দুই পাশের মাটির রাস্তা করা হলেও সেতুটি নির্মাণের কোনো প্রকল্প আজও দৃশ্যমান হয়নি। হাজারো মানুষের প্রাণের দাবি কৈজানি সেতু শিগগিরই নির্মাণ হবে। 

মদন উপজেলার নায়েকপুর ইউনিয়ন ও কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউপির মানুষজন ছোট বড় যানবাহন নিয়ে প্রতিনিয়তই নৌকায় জীবনের ঝুঁকি নিয়ে এই পথ দিয়ে চলাচল করেন। দুই এলাকার মানুষের জীবন কৃষি নির্ভর হওয়ায় প্রতিনিয়ত গবাদি পশু ও ফসল আনা নেয়া করতে হয় এই পথে। সাইডুলী নদী ও ধলাই নদীর পানি কৈজানি দিয়ে প্রবাহিত হওয়ায় এর স্রোত পাড়ি দিয়ে বৈশাখ মাসে বোরো ধান ও অন্যান্য ফসল পারাপারে কৃষকদের চরম দুর্ভোগ পোহাতে হয়। কৈজানি ফেরিঘাটে একটি সেতু হলে এলাকাবাসীর দুর্ভোগ অনেকাংশেই কমে যাবে।

মদনের নায়েকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা খান বলেন বর্তমান সরকারের প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, গ্রাম হবে শহর। তাই এই সেতুটি দ্রুত নিমার্ণের দাবি আমাদের। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

কেন্দুয়ার কান্দিউড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, কৈজানি নদীর ওপর একটি সেতু তৈরি খুবই জরুরি এবং এটি হলে দুই এলাকার জনপদের সেতুবন্ধন আরো দৃঢ় হবে।