ঢাকা,  শুক্রবার  ২৬ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

বান্দরবানে সরিষার ব্যাপক ফলন

প্রকাশিত: ১১:৫৭, ৩ ফেব্রুয়ারি ২০২৩

বান্দরবানে সরিষার ব্যাপক ফলন

সরিষার ব্যাপক ফলন

বান্দরবানের পাহাড়ি উপতক্যার মাঠে মাঠে ছেয়ে গেছে হলদে সরিষা ফুলে। সেখানে অপার সম্ভাবনা দেখে দিয়েছে এই ফসলের। গত বছরের তুলনায় এ বার ভালো ফলনও হয়েছে। এতে তৃপ্তির হাসি ফুটেছে কৃষকদের মুখে।

এভাবেই যে দিকে দৃষ্টি যায় সেদিকে শুধু হলুদ আর হলুদ। বান্দরবানে পাহাড় ঘেরা ফসলি জমিতে চাষ হচ্ছে সরিষা।

গত বছরের তুলনায় এ বছরে ফলন ও ভলো। তাই চোখে মুখে হাসি ফুটেছে চাষিদের মুখে। ধানের চেয়ে সরিষা চাষে বেশী লাভবানের প্রত্যাশা করছেন চাষীরা।

কৃষি বিভাগের তথ্য মতে, গেল অর্থ বছরে বান্দরবানে ৪ হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে। সরিষা উৎপাদন হয়েছে ১৭০ মেট্রিক টন। চলতি বছরে ৫ হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে।

পাহাড়ে সরিষা চাষের পরিধি কয়েক বছর ধরে ক্রমেই বাড়ছে। আরও বেশী পৃষ্ঠপোষকতা ও সুযোগ সুবিধা পেলে এখানকার সরিষা চাষ অর্থনীতিতে আরও বেশী ভুমিকা রাখবে বলে ধারণা সংশ্লিষ্টদের।