ঢাকা,  মঙ্গলবার  ০৭ মে ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

ছেলের বাসার রান্না করতে গিয়ে মায়ের মৃত্যু

প্রকাশিত: ১৫:৫৬, ২৬ এপ্রিল ২০২৪

ছেলের বাসার রান্না করতে গিয়ে মায়ের মৃত্যু

সংগৃহীত ছবি

বগুড়ায় ছেলের বাসার গ্যাসের চুলায় রান্না করার সময় আগুনে বৃদ্ধা মায়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার শহরের বিসিক নগরীর আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম সোনাবান বিবি (৮৫)। তিনি জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলার মদনচর এলাকার মৃত মোজাম্মেল হকের স্ত্রী।

বগুড়া ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির এস আই আমিনুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। নিহতের ছেলে শফিকুল ইসলাম বলেন, চাকরী সুবাদে দীর্ঘদিন ধরে বগুড়ার বিসিক এলাকায় ভাড়া বাসা নিয়ে বসবাস করে আসছিলেন তিনি।

তিনি আরো বলেন, গত ৪ মাস হচ্ছে মা বাসায় এসেছেন এবং রোজ নিজের ইচ্ছাতে রান্না করে থাকেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টার দিকে বাসায় প্রচন্ড ধোঁয়া দেখতে পাই। এরপর রান্না ঘরে ঢুকে দেখি মায়ের শরীর গ্যাসের আগুনে দগ্ধ হয়ে নিহত হয়েছেন।

এস আই আমিনুল ইসলাম বলেন, আমরা সকাল ১০ টার দিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। মরদেহটির সারা শরীর পুড়ে গেছে। আমরা মরদেহটি ময়নাতদন্তের জন্য বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠাই। সেখানে ময়নাতদন্ত শেষে বিকেলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

এ ঘটনায় বগুড়া সদর থানায় একটি ইউডি মামলা করা হয়েছে বলেও জানিয়েছেন এই কর্মকর্তা।