ঢাকা,  রোববার  ০৫ মে ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

ভালুকায় ৬৭ মন্ডপে দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শুরু

প্রকাশিত: ২১:১৩, ২০ অক্টোবর ২০২৩

ভালুকায় ৬৭ মন্ডপে দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শুরু

সংগৃহীত ছবি

ময়মনসিংহের ভালুকায় ৬৭টি পূজা মন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। আজ ষষ্ঠী পূজার মধ্য দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের এই উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, উপজেলা জুড়ে এবার ৬৭ টি পুজা মন্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ভালুকা উপজেলা শাখার সাধারণ সম্পাদক বীরেন রায় জানান, ভালুকা পৌরসভাসহ উপজেলা জুড়ে এবার ৬৭ টি মন্দিরে দুর্গাপুজা অনুষ্ঠিত হবে। সারা বিশ্বের মানবকুল ব্যাধিমুক্ত হয়ে সবার মাঝে শান্তি ফিরে অসুক এ প্রার্থনায় আমরা দুর্গা মায়ের চরণে পুস্পার্ঘ অর্পন শরু করেছি।

উপজেলা নির্বাহী অফিসার মো. এরশাদুল আহমেদ জানান, উপজেলার সব মন্ডপগুলোকে সিসি ক্যামেরার আওতায় এনে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। দুর্গাপুজার এই সার্বজনীন উৎসবে আইন শৃংখলা ঠিক রাখতে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। সশস্ত্র পু