ঢাকা,  শনিবার  ২৭ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

৫টি লোগো নির্বাচিত করেছেন মুশফিক

প্রকাশিত: ০৬:৪৬, ১১ জুলাই ২০২০

৫টি লোগো নির্বাচিত করেছেন মুশফিক

২০০৫ সালের ২৫ মে লর্ডসে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে মুশফিকুর রহিমের। এ বছরের  ২৬ মে ছিল আন্তর্জাতিক ক্যারিয়ারের দেড় দশক  পূর্তি। এই দেড় দশক পূর্তির দিনে মুশফিকুর রহিম তার গড়া ফাউন্ডেশন 'এমআর ১৫'-এর জন্য লোগো আহ্বান করেছিলেন।

সেখান থেকে নির্বাচিত সেরা ৫ লোগো নির্মাতার সঙ্গে করবেন ডিনার। সেরা লোগোর পুরষ্কার হিসেবে নিজের অটোগ্রাফ সম্বলিত জার্সি দিবেন বলে দিয়েছিলেন সেদিন ঘোষনা। তার এই ঘোষনায় ব্যাপক সাড়া পড়েছে। তার সঙ্গে ডিনার করতে,তার অটোগ্রাফ সম্বলিত জার্সি পেতে ভক্তদের মধ্যে তীব্র লড়াই হয়েছে।

জমা পড়েছে ১৭ শ' টিরও বেশি লোগো ।

সেখান থেকে সেরা ৫টি লোগো করেছেন নির্বাচন মুশফিকুর রহিম। সবার মধ্যে সেরা লোগোটিও করেছেন নির্বাচন। লোগো তৈরিতে এতো বেশি সাড়া পেয়ে অভিভুত মুশফিকুর রহিম। নিজের ফেসবুক পেজে পোস্টে লিখেছেন শুক্রবার- 'আমার অনেক বছরের স্বপ্ন আমার ফাউন্ডেশনের লোগো প্রকাশ করতে পেরে দারুন আনন্দিত। চমৎকার সব লোগোর ডিজাইন জমা পড়েছিল এ সময়ে। অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ। যদিও সেরা পাঁচটি লোগো এখান থেকে আমাকে বেছে নিতে হয়েছে, কিন্তু যারা এখানে অংশ নিয়েছেন তারা সবাই আমার চোখে জয়ী। আপনাদের প্রতি কৃতজ্ঞতা। আলহামদুলিল্লাহ।'

সেরা লোগো নির্মাতার নাম ঘোষনা করেছেন মুশফিকুর রহিম। তিনি ইয়াসির সিদ্দিক আসিফ। তাকে অভিনন্দন জানিয়েছেন ফেসবুক পেজে-যাঁর লোগো আমি সেরা হিসেবে নির্বাচন করেছি তাঁর নাম ইয়াসির সিদ্দিক আসিফ। আপনাকে অভিনন্দন।'

এই ৫ জনকে দ্রুত ডিনারে আপ্যায়ন করবেন মুশফিকুর রহিম। তাদের সঙ্গে কাটাবেন কিছুটা সময়, তা জানিয়েছেন মুশফিকুর রহিম-' ইনশা আল্লাহ যে পাঁচ জন প্রতিযোগির লোগো নির্বাচিত হয়েছে তাঁদের সবার সাথে আমি শীঘ্রই যোগাযোগ করবো কবে ,কিভাবে ডিনার করা যায় এবং কিছুটা সময় কাটানো যায়  তা জানানোর জন্য।'

গাজীপুর কথা