ঢাকা,  শুক্রবার  ২৬ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

১৪ মার্চ ১৯৭১, নতুন ৩৫টি নির্দেশ জারি করেন বঙ্গবন্ধু

প্রকাশিত: ০৩:০৯, ১৪ মার্চ ২০২১

১৪ মার্চ ১৯৭১, নতুন ৩৫টি নির্দেশ জারি করেন বঙ্গবন্ধু

১৯৭১ সালের ১৪ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্দোলন পরিচালনার নতুন কর্মসূচি ঘোষণা করেন। তিনি নতুন ৩৫টি নির্দেশ জারি করেন।

ওই দিন নিজ বাসভবনে ন্যাপ নেতা আবদুল ওয়ালী খানের সঙ্গে বৈঠক করেন বঙ্গবন্ধু। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘যতদিন অধিকার আদায় হবে না, ততদিন বাঙালির আন্দোলন অব্যাহত থাকবে।’

সারাদেশে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের কার্যক্রম আরও জোরদার হতে শুরু করে। জাতীয় লীগ নেতা আতাউর রহমান খান আবারও বঙ্গবন্ধুর প্রতি অস্থায়ী সরকার গঠনের আহ্বান জানান।

জাতীয় পরিষদ অধিবেশনে যোগদানের প্রশ্নে বঙ্গবন্ধুর ৪-দফা পূর্বশর্ত মেনে নেয়ার দাবিতে রাজধানী ঢাকায় বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র, শ্রমিক, পেশাজীবী সংগঠন, যুব, মহিলা এবং সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠানের উদ্যোগে সভা-সমাবেশ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

১৯৭১ সালের এইদিনে দেশের প্রয়োজনে অস্ত্রধারণ করার ঘোষণা দেন ঝিনাইদহের কয়েকজন সরকারি কর্মকর্তা।

গাজীপুর কথা

আরো পড়ুন