ঢাকা,  শনিবার  ২৭ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

শ্রীপুরে চার ছিনতাইকারীকে আটক করেছে র‌্যাব

প্রকাশিত: ১৬:০০, ৫ মার্চ ২০২১

শ্রীপুরে চার ছিনতাইকারীকে আটক করেছে র‌্যাব

গাজীপুরের শ্রীপুর থেকে চার ছিনতাইকারীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নর (র‌্যাব-১) এর সদস্যরা। গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের সদস্যদের হাতে আটকদের থেকে একটি সুইচ গিয়ার চাকু, একটি সাধারণ চাকু, একটি কাচি ও দুটি ছিনতাই হওয়া মোবাইলফোন উদ্ধার করার হয়।

বৃহস্পতিবার (৪ মার্চ) রাতে মাওনা চৌরাস্তা এলাকা থেকে তাদের আটক করা হয়। র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের ইনচার্জ লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

আটক ব্যক্তিরা হলো ময়মনসিংহের ত্রিশাল উপজেলার পোড়াবাড়ি গ্রামের কামাল হোসেনের ছেলে শরীফ (৩০), পাশের গফরগাঁও উপজেলার চর সোসনন্দ গ্রামের নুরুল ইসলামের ছেলে নাজমুল (২৫), ঈশ্বরগঞ্জ উপজেলার পিতাম্বর গ্রামের মৃত আক্কাছ আলীর ছেলে হোসেন আলী (২৫) এবং গাজীপুরের শ্রীপুর উপজেলার ইয়াছিনের ছেলে নুরুন্নবী (২০)। তারা শ্রীপুর ও গাজীপুর সদর উপজেলার বিভিন্ন বাসায় ভাড়া থেকে ছিনতাই করতো।

র‌্যাব কর্মকর্তা লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদে জানা যায় মাওনা চৌরাস্তা উড়াল সেতুর নিচে চার ছিনতাইকানী অবস্থান করছে। পরে র‌্যাব সদস্যরা সেখানে অভিযান চালিয়ে মহাসড়কের পাশে তৌফিকুল ইসলামের ফলের দোকানের সামনে থেকে চার ছিনতাইকারীকে আটক করে। তারা সংঘবদ্ধ ছিনতাইকরাী চক্রের সক্রিয় সদস্য। জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করে তারা পরস্পরের যোগসাজশে দীর্ঘদিন ধরে গাজীপুরসহ আশপাশের এলাকায় সাধারণ পথচারী, বাসযাত্রী, এবং মোটরবাইক চালকদের আটকের পর মারধর করে অস্ত্রের ভয় দেখিয়ে টাকা, সোনার অলঙ্কার, মোবাইলফোন ছিনিয়ে নিতেন।

গাজীপুর কথা