ঢাকা,  শুক্রবার  ২৬ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

ভারত সীমান্তের কাছে ভয়ংকর ক্ষেপণাস্ত্র বসাচ্ছে চীন

প্রকাশিত: ০৫:৪৭, ২২ আগস্ট ২০২০

ভারত সীমান্তের কাছে ভয়ংকর ক্ষেপণাস্ত্র বসাচ্ছে চীন

চীন-ভারত-নেপালের বিতর্কিত লিপুলেখ ট্রাই জংশন এলাকায় ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র বসাচ্ছে বেইজিং। স্যাটেলাইটে পাওয়া ওই এলাকার নতুন চিত্র বিশ্লেষণে সেখানে সৈন্য বৃদ্ধির পাশাপাশি ক্ষেপণাস্ত্র স্থাপনার কাজ চলছে বলে ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবরে দাবি করা হচ্ছে।

টুইটারে ভূ-উপগ্রহ চিত্র বিশ্লেষক সংস্থা ডিট্রেসফা একটি ছবি শেয়ার করে বলেছে, সেখানে একটি গ্রাম দেখা যাচ্ছে, যেখানে নতুন রোড নির্মাণ ও সন্দেহভাজন লাল তাবুও দেখা যাচ্ছে।

 

 

ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, গত কয়েক সপ্তাহে ধীরে ধীরে সেখানে সেনা মোতায়েন বাড়িয়েছে দেশটি। এরইমধ্যে সেখানে চীন এক হাজার সেনা মোতায়েন করেছে বলে স্যাটেলাইট চিত্রে ধরা পড়েছে।

লিপুলেখ এলাকা নিয়ে ভারতের সঙ্গে দীর্ঘদিন ধরে বিবাদ চলে আসছে নেপালের। কিছুদিন আগে কালাপানি, লিম্পুয়াধুরার সঙ্গে উত্তরাখণ্ডের লিপুলেখ এলাকা নিজেদের বলে দাবি করে নতুন রাজনৈতিক মানচিত্র প্রকাশ করেছে নেপাল। এবার এই বিতর্কের মাঝেই লিপুলেখে নিজেদের সেনাবাহিনীর সংখ্যা বাড়াচ্ছে চীন।

গাজীপুর কথা