ঢাকা,  শনিবার  ২৭ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

টঙ্গীতে শতাধিক বেদে সম্প্রদায়ের মধ্যে খাদ্যদ্রব্য বিতরণ

প্রকাশিত: ১৫:১৬, ২৮ মার্চ ২০২০

টঙ্গীতে শতাধিক বেদে সম্প্রদায়ের মধ্যে খাদ্যদ্রব্য বিতরণ

গাজীপুরের টঙ্গীতে শতাধিক বেদে সম্প্রদায়ের মধ্যে খাদ্যদ্রব্য বিতরণ করা হয়েছে। এ সময় তাদেরকে চাল, ডাল  ও নগদ অর্থ বিতরণ করা হয়।
স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠন সম্প্রীতির তত্ত্বাবধানে ও আরটিভির সার্বিক সহযোগিতায় এই কার্যক্রম পরিচালনা করা হয়।
এ বিষয়ে সম্প্রীতির চেয়ারম্যান বেগম খালেদা আহমেদ বলেন, দেশে লকডাউন চলছে। ফলে নিম্ন আয়ের মানুষের আয়ের উৎস বন্ধ হয়ে গেছে। নিম্ন আয়ের মানুষদের সংকট মোকাবেলার জন্যই মূলত সম্প্রীতির এই উদ্যোগ। আমাদের এ অল্প কিছু অনুদান তাদের জন্য অনেকটা উপকার হবে।
তিনি আরও বলেন, দেশে অনেক  ধনী ও বিত্তশালী মানুষ আছেন, তারা যেন এই পরিস্থিতিতে অসহায় ও দরিদ্র মানুষের সহায়তায় এগিয়ে আসেন।

গাজীপুর কথা