ঢাকা,  শনিবার  ২৭ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

চাহিদা বাড়ায় স্বস্তি ফিরেছে গাজীপুরের দুগ্ধ খামারিদের মাঝে

প্রকাশিত: ১৬:১০, ২৭ এপ্রিল ২০২০

চাহিদা বাড়ায় স্বস্তি ফিরেছে গাজীপুরের দুগ্ধ খামারিদের মাঝে

রমজানের শুরুতেই বেড়েছে দুধের চাহিদা। এতে স্বস্তি ফিরেছে গাজীপুরের ক্ষুদ্র ও মাঝারি দুগ্ধ খামারিদের মাঝে। নতুন করে স্বপ্ন দেখছেন স্বল্প পুঁজির এসব দুধ ব্যবসায়ী।
জানা গেছে, করোনাভাইরাসের কারণে দুই মাস দেশের অন্যান্য অঞ্চলের মতো গাজীপুরেও দুধের বাজারে ধস নামে। এতে দিশেহারা হয়ে পড়েন খামারিরা।

তারা জানান, করোনাভাইরাসের সংক্রমণ বাড়ার পর থেকেই বাজারে দুধের চাহিদা কমতে থাকে। চাহিদা কমলেও দুধ উৎপাদনে কোনো কমতি ছিল না। এর কারণে দুধ বিক্রি করতে না পেরে লোকসান গুনতে হয়েছে তাদের। রমজানে দুধের চাহিদা আগের চেয়ে বাড়ায় কিছুটা আশার আলো দেখতে পাচ্ছেন এসব খামারি।
গাজীপুর সদরের হায়দারাবাদ এলাকার খামারি জহিরুল ইসলাম জানান, করোনাভাইরাসের কারণে দুধের পাইকারি বাজার পুরোপুরি বন্ধ হয়ে যায়। রমজানের শুরুতেই স্থানীয় খুচরা বাজারে দুধের চাহিদা বাড়ায় কিছুটা হলেও স্বস্তি ফিরেছে।

তিনি আরো জানান, লকডাউনের কারণে যানবাহন বন্ধ থাকায় অনেক কোম্পানি দুধ নিতে পারেনি। এ কারণে প্রতি কেজি দুধে ২০-৩০ টাকা লোকসান গুনতে হতো।  
গাজীপুর সিটি কর্পোরেশনের ভীম বাজার এলাকার ক্ষুদ্র খামারি রফিক মিয়া জানান, রমজানের শুরুতে স্থানীয় বাজারে দুধের চাহিদা কিছুটা বেড়েছে। আগামীতে এমন অবস্থা থাকলে লোকসান কিছুটা পুষিয়ে নেয়া যাবে।

পাইকারি দুধ ব্যবসায়ী মমিনুল হক বলেন, করোনাভাইরাসের কারণে দুধের বাজার নিম্নমুখী ছিল। এ কারণে দুধ কেনা বন্ধ রেখেছিলাম। রমজান উপলক্ষে দুই দিন ধরে দুধ বেচাকেনা ভাল হচ্ছে। এ কারণে আবারো ব্যবসা শুরু করেছি।

গাজীপুর কথা